জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

উচ্ছেবাবুকে নিজের হাতে ধুতি পরিয়ে দিল মিঠাই, মায়ের হয়ে নিজেই সাজিয়ে খাওয়ালো জামাইষষ্ঠীর খাবার! ‘যাক এবার অন্তত হল্লা পার্টি একা থাকতে দিয়েছে এদের’, নিশ্চিন্ত মিঠাই ভক্তরা

অবশেষে মিঠাই ধারাবাহিকে ফিরে এসেছে আনন্দের জোয়ার। সিডি বয় নিজের পুরনো রূপে কামব্যাক করেছে। এছাড়া বাড়িতে নতুন বউ এসেছে কিন্তু গতকাল মিঠাইকে পিংকির সামনেই যাচ্ছেতাই ভাবে অপমান করে সিদ্ধার্থ নিজের মাথা ঠিক রাখতে না পেরে।তারপর থেকেই সে খুব অপরাধ বোধে ভোগে এবং মিঠাই চুপচাপ হয়ে গেছে দেখে তার খুব খারাপ লাগে।সিড ভাবতে থাকে মিঠাই এর অভিমান কী করে ভাঙাবে এবং আজকের এপিসোডে দেখা যাবে সিড একটা সরি বলতেই মিঠাইয়ের রাগ গলে জল হয়ে যাবে।

এছাড়াও আজকের এপিসোডে ভীষণ চমক থাকবে।উচ্ছে বাবুকে নিজের হাতে ধুতি-পাঞ্জাবি পরিয়ে দেবে মিঠাই রানী তারপরে ঘরেই তাকে সাজিয়ে গুছিয়ে খেতে দেবে। মিঠাই এর মা তো মারা গেছেন তাই মায়ের হয়ে মিঠাই জামাইষষ্ঠী করল সিদ্ধার্থের। এই কনসেপ্টটা কিন্তু ভীষণ ইউনিক। ধুতি পাঞ্জাবি পরে জামাই সিডকে কিন্তু সেরা লাগছে।

মিঠাই আজকের দিনে মন খারাপ করে ও থাকতে পারবে না তার কারণ তার মায়ের মন খারাপ হয়ে যাবে তাতে। আর আন্টি অর্থাৎ মিঠাইয়ের মায়ের কথা ধরে সিডি বয়ও ভাব করে নেবে মিঠাই এর সঙ্গে এবং জামাইষষ্ঠীর রিচুয়ালস সমস্ত মানবে।

দর্শক না একটা বিষয় নিশ্চিন্ত যে এইবার অন্তত স্বামী স্ত্রীর একান্ত সময় কাটানোর মাঝখানে হল্লা পার্টি উড়ে এসে জুড়ে বসে নি। না হলে হল্লা পার্টির একটা স্বভাব আছে কাউকে প্রাইভেসি না দেওয়া। এইবার আজকের এপিসোডে মিঠাই এর ভক্তরা প্রায় পুরোটা সময় ধরেই দেখতে পাবেন সিধাই মোমেন্ট।

Piya Chanda

                 

You cannot copy content of this page