জি বাংলার অন্যতম জনপ্রিয় ধারাবাহিক হলো মিঠাই। মিঠাই মানেই অঢেল পারিবারিক আনন্দ। এখানে কোনো বিষ মেশাবো, ধাক্কা দেবো টাইপ কূটকচালি দেখানো হয় না। তাই মিঠাই ৮-৮০ সকলেই দেখতে পারে। বিশেষ ধারাবাহিকের মত ঘনি’ষ্ঠ শয্যাদৃশ্যও দেখানো হয় না।
এবার গুজব উঠেছিল যে, মিঠাই নাকি মহিষাসুরমর্দিনী সাজছে জি বাংলার অনুষ্ঠানে। মিঠাই নিজে এই সংক্রান্ত পোস্ট শেয়ার করে গুজবকে সত্যি করেছিল কিন্তু পরে জানা যায় মহিষাসুরমর্দিনী হচ্ছে শুভশ্রী গাঙ্গুলী। মিঠাই বিভিন্ন রূপে অবতীর্ণ হচ্ছেন। আজ একটু আগে পোস্ট করা বিটিএসে আমরা দেখতে পেয়েছি মিঠাইকে একটা রূপে। কিছুক্ষণ খেয়াল করার পর দেখা গেল কালিকাও সেজেছে মিঠাই। কিন্তু গায়ের রঙ শ্যামলা বর্ণের নয়। অন্য সাজপোশাক।
কিন্তু মিঠাইকে নিয়ে কটাক্ষ শুরু হয়েছে ইতিমধ্যেই। সত্যিই বলতে নিরপেক্ষ ভাবে দেখতে গেল মিঠাইকে অসম্ভব রোগা লাগছে। সেইসঙ্গে মুখভঙ্গিমাও বেশ অদ্ভুত লেগেছে সকলের তাই মুখরোগা দুর্গা বলে কটাক্ষের শিকার মিঠাই রানী।
আপনার কি মনে হচ্ছে? কারণ এগুলো শুনে মিঠাই ভক্তরা নিজেরাই রেগে গেছে। তবে আরো ক্ষিপ্ত উর্মির ভক্তরা। কারণ মিঠাই দুটো রূপ পেল অথচ উর্মি এখনো নেই