Connect with us

Bangla Serial

Mithai-Mithi: আসছে তুলকালাম পর্ব! মিঠি-মিঠাইয়ের যমজ বোন! এক নতুন সত্যির মুখোমুখি মিঠাই

Published

on

Mithai

বাংলা টেলিভিশনের জনপ্রিয়তম ধারাবাহিক গুলির মধ্যে অন্যতম হলো মিঠাই(Mithai)। একটা সময় টিআরপি তালিকায় রাজত্ব করত এই ধারাবাহিক। আসলে মিঠাই ধারাবাহিকের জনপ্রিয়তা প্রথম থেকেই তুঙ্গে। এই ধারাবাহিক’কে তার স্থান থেকে টলানো কার্যত অসাধ্য হয়ে উঠেছিল অন্যান্য ধারাবাহিক গুলির পক্ষে। সিদ্ধার্থ(Sidharth) আর মিঠাইয়ের রোম্যান্স, মোদক পরিবারের পারিবারিক আনন্দে শামিল হয়েছিল বাঙালি দর্শক।

তবে দর্শক মনে ঝড় তোলা এই জুটির পথচলা কিছুদিন আগে হঠাৎই থমকে যায়। তবে দর্শকদের জন্য অন্য নাম নিয়ে অন্য চরিত্রে ফেরেন অভিনেত্রী সৌমীতৃষা কুন্ডু। মিঠি‌। অত্যন্ত স্বতঃস্ফূর্ত, প্রাণ চঞ্চল এই চরিত্রটি চোখের নিমেষে দর্শকদের মনে জায়গা করে নেয়। মিঠি’র সঙ্গে সিদ্ধার্থ’র সম্পর্ক যখন স্বাভাবিক হওয়ার পথে,ভাগ্যিস তখনই সামনে আসে মিঠাইয়ের ফেরার খবর।

দীর্ঘদিন থেকে মিঠাইয়ের তৈরি আলাদা ছিল সিদ্ধার্থ! এই সময়টা মিঠাইয়ের ছেলে আর সিদ্ধার্থ’র খেয়াল রাখে মিঠি। তবে মহাশিবরাত্রি’র বিশেষ পর্বে বহুদিনের অপেক্ষার অবসান ঘটিয়ে অবশেষে দেখা হয় তাঁদের। স্মৃতি হারিয়ে কাউকেই চিনে উঠতে পারছে না মিঠাই। তাঁর স্মৃতি ফেরাতে বদ্ধপরিকর সিদ্ধার্থ। আর তার পাশে রয়েছে মিঠি। আসলে মিঠাইয়ের সঙ্গে ঘটে যাওয়া দুর্ঘটনার জেরে স্মৃতি হারিয়েছে মিঠাই। অতীতের কথা যে কিছুই মনে পড়েনা তাঁর। মিঠিও সিদ্ধার্থ’র এই লড়াইয়ে তাঁর পাশে রয়েছে।

মিঠাই মনহরাতে ফিরলে তাঁর স্মৃতি ফেরাতে আপ্রান চেষ্টা করে মিঠি। নিজের সমস্ত কষ্ট লুকিয়ে মিঠাই আর সিদ্ধার্থকে এক করতে উঠে পড়ে লাগে সে। মিঠাই চলে আসায় অনেকেই ভেবেছিল মিঠি চরিত্রটি হয়তো ভিলেনে পরিণত হবে। কিন্তু তেমন কিছু হয়নি। উল্টে মিঠাইকে তাঁর আসল জীবন ফিরিয়ে দিতে বদ্ধপরিকর মিঠি। মিঠাই এবং মিঠি এই দুই চরিত্রে সৌমীতৃষা’র অভিনয়ে মুগ্ধ হয়েছে দর্শকরা। আসলে এখন অনেক ধারাবাহিক এই যমজ চরিত্রের আবির্ভাব হচ্ছে। যেমন কিছুদিন আগেই আলতা ফড়িং ধারাবাহিকে ফড়িংয়ের যমজ বোন এসে উপস্থিত হয়েছে। তবে কি মিঠি-মিঠাইয়ের মধ্যেও তেমন কোনও সম্পর্ক রয়েছে?

বর্তমানে টেলিভিশনের পর্দায় চলা বিভিন্ন ধারাবাহিকেই স্বামী-স্ত্রীর মাঝে আগমন হয় তৃতীয় একজনের। যে সম্পর্ক ভাঙার ক্রমাগত চেষ্টা করে যায়। আর সেখানেই ব্যতিক্রম মিঠাই ধারাবাহিক। যেখানে সিদ্ধার্থর সঙ্গে বিয়ে হয়ে যাওয়ার পরও শুধুমাত্র মিঠাই ফিরে আসায় মিঠি ডিভোর্স দেয় সিদ্ধার্থকে। এমনকি মিঠাইকে মিঠি জানিয়ে দেয় শাক্য তাঁর সন্তান নয়। মনোহরা ছেড়ে চলে যাওয়ার সিদ্ধান্ত নেয় মিঠি। সে ফিরে যেতে চায় তাঁর বাবার কাছে। কিন্তু এই মহেন্দ্রক্ষণেই মনোহারাতে এসে উপস্থিত হয় মিঠির বাবা। তিনি মিঠাইকে এক অজানা সত্যির মুখোমুখি দাঁড় করান। তিনি জানান, মিঠি আর কেউ নয় বরং মিঠাইয়ের আপন যমজ বোন। এই কথা শুনে কার্যত চমকে ওঠে মিঠাইসহ মনোহরার সমস্ত সদস্যরা। এমনকি এই ঘটনার কথা জেনে বিস্মিত হয় মিঠি নিজেও। নতুন এই সত্যি কোন পথে নিয়ে যাবে মিঠি-মিঠাইয়ের জীবনকে? জানতে হলে দেখুন মিঠাই!