জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

TRP: টিআরপিতে ঝামা ঘষলো মিঠাই রানী! বন্ধ হ‌ওয়ার গুঞ্জনের মাঝেই জলসাকে হারিয়ে ফের স্লট লিডার! দেখুন কার স্কোর কতো?

ধারাবাহিক মিঠাইতে এখন টানটান উত্তেজনা চলছে। আর এর মধ্যেই গুঞ্জন উঠেছে, যে নতুনকে জায়গা করে দিতে নাকি শেষের পথে মিঠাই(Mithai) ধারাবাহিক(Serial)। আগামী ২৩ শে মার্চ নাকি শেষ হয়ে যাবে পর্ব। মিঠাই শেষের খবরের দুঃখিত, আবেগ তাড়িত ভক্তরা। আসলে কোথাও গিয়ে এই ধারাবাহিক বাঙালি দর্শকদের পরিবারের অংশ হয়ে উঠেছিল। যদিও এখনও সবটাই গুঞ্জন।

বাংলা বিনোদনের অন্যতম শ্রেষ্ঠ মাধ্যম টেলিভিশন এবং সেই টেলিভিশনের অন্যতম জনপ্রিয় ধারাবাহিক হচ্ছে মিঠাই। বিগত দু’বছর ধরে দর্শকদের বিনোদনের রসদ জোগাচ্ছে ধারাবাহিক মিঠাই। বর্তমানে টেলিভিশনের পর্দায় চলা বিভিন্ন ধারাবাহিকের মধ্যে অন্যতম পুরনো ধারাবাহিক হলো মিঠাই। উচ্ছে বাবু ও মিঠাইয়ের প্রেমের রসায়নে দীর্ঘদিন বুঁদ ছিল বাঙালি দর্শক। একটা সময় এই ধারাবাহিককে প্রথম স্থান থেকে সরানো কার্যত অসম্ভব হয়ে দাঁড়িয়েছিল বাংলা টেলিভিশনে চলা অন্যান্য ধারাবাহিক গুলির পক্ষে। সেই সময় টিআরপি তালিকায় কার্যত রাজত্ব করত জি বাংলার এই ধারাবাহিক।

এরপর স্টার জলসায় শুরু হ‌ওয়া ধারাবাহিক গাঁটছড়া এসে সিংহাসনচ্যূত করে মিঠাইকে। এখন সমগ্র টিআরপি তালিকায় অনেকটা পিছিয়ে পড়লেও এখন‌ও স্লট লিডার মিঠাই। ধারাবাহিক বন্ধের গুঞ্জনের মাঝেই জলসার ‘বালিঝড়’ ধারাবাহিককে হেলায় হারিয়ে ৫.৯ রেটিং পয়েন্ট নিয়ে স্লট লিডার সবার প্রিয় মিঠাই রানী। টিআরপির এই লড়াইয়ে তৃণা-কৌশিক-ইন্দ্রাশিসের ‘বালিঝড়’কে নাগাড়ে হারাচ্ছে মিঠাই।

উল্লেখ্য, মিঠাই বন্ধ হওয়া এখনও শুধুমাত্র এই রটনা। আসলে জি বাংলায় নতুন কোন‌ও ধারাবাহিকের অ্যাকাউন্সমেন্ট হ‌ওয়া মানেই মনে করা হয় মিঠাই বন্ধ হবে। তবে এক্ষুনি এমনটা হচ্ছে না বলেই জানিয়েছেন এই ধারাবাহিকের পরিচালক রাজেন্দ্র প্রসাদ।‌ উল্লেখ্য, জি বাংলার নিজস্ব প্রোডাকশনের ধারাবাহিক ‘মিঠাই’। দর্শকদের অত্যন্ত পছন্দের এই ধারাবাহিক যে এখনও আগামী কয়েক মাস বা বছর রমরমিয়ে চলতে পারে লাগাতার স্লট লিডার হওয়া তারই প্রমাণ।

চলুন এক নজরে দেখে নেওয়া যাক স্টার জলসা ও জি বাংলার ধারাবাহিকগুলির মধ্যে কোন কোন ধারাবাহিক স্লট লিডার হল-

গুড্ডি (৩.২) | দিদি No.1 S9 (২.৭)
বালিঝড় (৩.৪) | মিঠাই (৫.৯)
কমলা ও শ্রীমান পৃথ্বীরাজ [Opening] (৪.৮) | খেলনা বাড়ি (৭.৩)
গাঁটছড়া (৫.৯) | জগদ্ধাত্রী (৭.৯)
মেয়েবেলা (৬.৩) | গৌরী এলো (৭.১)
বাংলা মিডিয়াম (৬.৩) | নিম ফুলের মধু (৭.১)
পঞ্চমী (৬.৬) | রাঙা বউ (৬.৫)
এক্কা দোক্কা (৫.৬) | সোহাগ জল (৫.৭)
অনুরাগের ছোঁয়া (৮.৫) | তোমার খোলা হাওয়া (৪.১)
হরগৌরী পাইস হোটেল (৫.৫) | ইচ্ছে পুতুল (৪.০)
গোধূলি আলাপ (৩.২) | মন দিতে চাই (৩.৪)
রাধাকৃষ্ণ (১.৫) | শ্রীকৃষ্ণ লীলা (২.৩)

দেখে নেওয়া যাক নন ফিকশনের তালিকা-

ঘরে ঘরে জি বাংলা (১.৪)
ড্যান্স বাংলা ড্যান্স (৬.৩)
দিদি নং ১ [সানডে ধামাকা] (৬.৮)
সুপার সিঙ্গার সিজন ৪ (৩.৫)

Piya Chanda