জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

Mithai: উচ্ছেবাবুর মিষ্টি বউ মিঠাই বাস্তবে রান্না শিখেছে মিঠাই থেকেই তবে আগে মা রান্নাঘরে ঢুকতেই দিত না! কী কী রান্না করেছে নায়িকা? থাকল মিঠাই স্পেশ্যাল রেসিপি

জি বাংলার মোদক পরিবারের মিঠাই রানী বাংলার যেকোনো স্বাভাবিক মধ্যবিত্ত পরিবারের আদরের মেয়ে হয়ে উঠেছে। খুব কম বাঙালি দর্শক পাওয়া যাবে যারা মিঠাইকে চেনে না বা এই ধারাবাহিক দেখে না।

আর এমনটা যে স্পষ্ট সেটা বোঝা যায় টিআরপি ফলাফল থেকেই। বারবার শীর্ষস্থানে উঠে আসে একটাই নাম- মিঠাই রানী। উচ্ছে বাবুর আদরের বউ মিঠাই তার নিজের স্বভাব ও গুনে বাংলার দর্শককে আপন করে নিতে পেরেছে।

তবে তার থেকেও বেশি নায়িকা জনপ্রিয় হয়ে উঠেছে নিজের বাস্তব স্বভাবের জন্য। অভিনেত্রী সৌমীতৃষা কুণ্ডু বাস্তব জীবনেও একেবারে মিঠাই রানীর মতো খোলামেলা এবং প্রাণবন্ত স্বভাবের। ব্যক্তিগত জীবনের ক্ষেত্রে কোন রাখঢাক করতে চায়না সে। তাই বহু মানুষের কাছে সহজেই আপন না হয়ে উঠেছে।

আর নিজের প্রিয় তারকাদের সম্পর্কে বিশেষ করে তাদের ব্যক্তিগত জীবন সম্পর্কে জানতে উৎসাহী অনুরাগী যে কোন অনুরাগী। অনেকের প্রশ্ন করেন মিঠাই বাস্তব জীবনে কেমন রান্না করে? তার কারণ হলো ধারাবাহিকে দেখানো হয়েছে বেশ কিছু চমকপ্রদ রেসিপি আবিষ্কার করেছে মিঠাই রানী।
WhatsApp Image 2022 07 25 at 6.16.52 PMএবার এক ভিডিও থেকে জানা গেল আসলে সত্যিই কি রান্না করতে পারে মিঠাই কিংবা কী কী রান্না করেছে সে? আর তার স্বাদ কেমন হয়েছিল?

অভিনেত্রী জানিয়েছে, রান্না করার চেষ্টা করেছে সে। লকডাউনের সময়ে পোলাও, আলুর দম, বিরিয়ানি রান্না করেছে সে নিজের হাতে। তবে এটাও সে নিজেই জানিয়েছে যে স্বাদ যে খুব ভালো হয়েছিল তা নয় তবে আবার খুব যে খারাপ হয়েছিল এমনটাও নয়।
WhatsApp Image 2022 07 25 at 6.16.39 PMঅন্যদিকে মিঠাইয়ের নামের মধ্যে যেখানে মিষ্টি আছে সেখানে মিষ্টি রান্না না করে কী করে থাকতে পারে সে? পাটিসাপটা বানিয়ে ছিল সৌমীতৃষা কুণ্ডু। মোদক পরিবারের সঙ্গে থেকে এখন মিষ্টি বানানো শিখে গেছে মিঠাই। জিলিপি বানাতে পারে আর গোল গোল রসগোল্লার গোল্লা বানাতে পারে। আপনারা জানেন কারা কারা মিঠাইয়ের হাতের বানানোর রান্না টেস্ট করতে চান?

Pabitra

                 

You cannot copy content of this page