জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

‘জয় গোপাল’, দীর্ঘ কয়েক সপ্তাহ পর টপারশিপ ফিরে পেল মিঠাই! ‘থাঙ্কু গোপাল’ লিখে গোপালকে ধন্যবাদ জানাতে ভুলল না সৌমিতৃষা, খুশির বন্যা ভক্তদের মধ্যে

আর মাত্র এক সপ্তাহ বাকি, আর একটা সপ্তাহ যদি টপারশিপ পেয়ে যায় মিঠাই তাহলে হাফ সেঞ্চুরি করবে রাজেন্দ্র প্রসাদ দাসের এই ধারাবাহিক। আজকের সপ্তাহ মিলিয়ে মোট ৪৯ বার টিআরপি রেটিং চার্টে শীর্ষস্থান দখল করল মিঠাই।রেজাল্ট দেখে মন খারাপ গাঁটছড়া ভক্তদের আর খুশিতে নাচ গান শুরু করে দিয়েছে মিঠাই ভক্তরা।

চিরাচরিতভাবে মিঠাই তার ইনস্টাগ্রাম স্টোরিতে গোলাপি রঙের ব্যাকগ্রাউন্ডে পোস্ট দিয়েছে থাঙ্কু গোপাল। টিআরপি রেটিং যাইহোক না কেন মিঠাই প্রত্যেক সপ্তাহে বৃহস্পতিবার টিআরপি বেরোনোর পরে নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে থাঙ্কু গোপাল লিখবেই। সে দুঃখের সময়েও যেমন ভগবানকে ডাকে সেরকম সুখের সময়েও ভগবানকে ডাকতে ভোলে না।

আর আজকে তো মিঠাই অনেক সপ্তাহ পরে প্রথম স্থান দখল করেছে। তাই আজ শুটিং সেটে আলাদাই আনন্দ হচ্ছে নিশ্চয়ই। অনেকদিন পর মিঠাই ভক্তদের মুখে হাসি ফুটেছে যদিও নিন্দুকেরা বলছে যে মিঠাই নাকি টাকা দিয়ে টিআরপি কিনেছে। মিঠাই ভক্তদের পাল্টা জবাব, তাহলে মাঝে সপ্তাহগুলোতে কি মিঠাই টিমের কাছে টাকা ছিল না? এই কথাগুলো বলে মিঠাই কে থামানো যাবেনা।

Piya Chanda

                 

You cannot copy content of this page