শুধু জি বাংলা নয় সমস্ত বাঙালি পরিবারেই মিঠাই এবং উচ্ছে বাবু নয়নের মণি হয়ে উঠেছে। দুজনে দুষ্টু মিষ্টি সম্পর্ক খুনসুটি ঝগড়া রাগারাগি সবই গ্রহণ করে নিয়েছে বাঙালি দর্শক। আর তার ফলাফল স্বরূপ বরাবর নিজেকে শীর্ষস্থানে ধরে রেখেছে মিঠাই।
তবে এর কৃতিত্ব শুধুমাত্র মিঠাই এবং উচ্ছে বাবুর নয়, গোটা মোদক পরিবারের। কারণ ধারাবাহিক নির্মাতারা বরাবর শুধুমাত্র মুখ্য চরিত্র নয়, এর পাশাপাশি সমস্ত চরিত্রগুলোকেই একইভাবে গুরুত্বপূর্ণ করে ফুটিয়ে তুলেছে পর্দায়। ফলে একান্নবর্তী পারিবারিক গল্প স্থান পেয়েছে বাঙালির মনে।
কিন্তু এরই মধ্যে একটি বড় সুখবর এলো। জি বাংলা শুধু নয়, গোটা বাংলা সিরিয়ালের ইতিহাসে একটা ঐতিহাসিক দিন। বলা যায় টানা এক বছর মিঠাই শীর্ষস্থানে রয়েছে। একের পর এক বাহান্ন সপ্তাহ ধরে বেঙ্গল টপার হয়েছে মিঠাই যা একেবারেই চাট্টিখানি কথা নয়।
মিঠাই ধারাবাহিকের দর্শকদের কাছে এটা বিশাল বড় প্রাপ্তি। আর মিঠাইয়ের জন্য এই সাফল্য এনে দিয়েছে দর্শকরাই। কারণ তারা মিঠাই সবসময় দেখেছে গ্রহণ করেছে এবং তার ফলে টিআরপিতে প্রভাব পড়েছে। যদিও শুরু থেকেই টিআরপির দিক দিয়ে মিঠাই খুব একটা পেছনে পড়েনি।
কিন্তু দেখতে গেলে ধারাবাহিকে জোয়ার ভাটা এসেছে টিআরপির দিক দিয়ে। তবে যেই স্থান নিচে নেমে গেছে সঙ্গে সঙ্গে নির্মাতারা কিছু না কিছু টুইস্ট এনেছে ধারাবাহিকের গল্পে। ফলে দর্শকরা আবার আকর্ষিত হয়েছে মিঠাই এবং উচ্ছে বাবুর প্রতি।
সম্প্রতি একের পর এক দুখানা টুইস্ট দেখানো হয়েছে ধারাবাহিকে। প্রথমেই রুদ্র নিপার বিয়ে তাও আবার পালিয়ে গিয়ে এবং তারপর মিঠাইয়ের বুকে গুলি লাগলো। দ্বিতীয় ঘটনায় চমকে উঠেছে বাঙালি দর্শকরা। এখন মিঠাই আদৌ বাজবে নাকি ধারাবাহিক শেষ হয়ে যাবে এমন নানারকম জল্পনা চলছে তাদের মনে।