Connect with us

Bangla Serial

মিঠাইয়ে এবার তোর্সাকে খুনসুটি-মজা করতে দেখা যাবে পিংকি আর মিঠাইকে! হঠাৎ এরকম দৃশ্য দেখে অবাক নেটিজেনরা!তোর্সা তাহলে পজিটিভ?

Published

on

mithai reel

জি বাংলার অন্যতম জনপ্রিয় সিরিয়াল হলো মিঠাই। সুখে-দুখে মিষ্টি মুখে দেখতে দেখতে দেড় বছর কাটিয়ে ফেলল এই সিরিয়াল। হাসি-কান্নায় কেটেছে মাসের পর মাস। তবে সিডের দুর্ঘটনায় মানুষের মন খারাপ ছিল। তবে সিডি বয় ফিরে আসছে পুরোপুরি। আর মাত্র দিন দুয়েকের অপেক্ষা।

গল্পে আগমন হয়েছে নতুন সদস্যর। পরিবারের সবচেয়ে ছোট ছেলের সন্দীপ বিয়ে করে এনেছে আগারওয়াল পরিবারের ছোট মেয়ে পিংকিকে। ওমি আগারওয়াল এর সঙ্গে মোদকদের একটা ঝামেলা বেঁধেছে কিন্তু উনি আগারওয়াল তো ধরা পড়বে আর দুদিন পরেই। এখনো পর্যন্ত পিংকির সঙ্গে খুব ভালো সম্পর্ক মিঠাইয়ের তবে স্বাভাবিকভাবেই পিংকি আর মিঠাইকে একদম সহ্য করতে পারছেনা তোরসা‌।যদিও সে মোদক পরিবারের কাউকেই একদম পছন্দ করে না শুধুমাত্র সিদ্ধার্থকে ছাড়া। তবে সিড তো তার হাত থেকে বেরিয়ে গেছে।

তবে মনোহরাতে আমরা এ কী দৃশ্য দেখলাম?সিড়িতে বসে রয়েছে তোরসা মিঠাই আর পিঙ্কি এবং একে অপরকে গলা জড়িয়ে ধরে গান গাইছে নাচ করছে! শেষ পর্যন্ত কিনা টেসবুড়ি ভালোবেসে ফেলেছে তার ছোট দুই জা’কে।ভাইরাল এই ভিডিও দেখে সকলে ভাবছেন তাহলে মিটাইতে এবার তোর্সা চরিত্রটি পজিটিভ হয়ে যাবে।

 

View this post on Instagram

 

A post shared by Tolly Tales (@tollytalesnews)

সে গুড়ে বালি। এরা তিনজন শুটিংয়ের ফাঁকে বসে রিল ভিডিও শুট করেছে‌ এ সঙ্গে মিঠাই এর কোনো সম্পর্কই নেই।তাদের করায় রিল ভিডিও এখন সোশ্যাল-মিডিয়ায়-ভাইরাল তবে সকলেই বলছেন এটা যদি সত্যি হতো তাহলে কত ভালো হতো তাইনা!