Bangla Serial

Mithai pregnancy: একরাতে হাগ করা ফুলশয্যাতেই মা হয়ে গেল মিঠাই, এসে গেলেন ডাক্তার! গল্প এগোচ্ছে টি-টোয়েন্টি গতিতে, হতবাক নেটপাড়া

আজ ভারতীয়দের মনে খুব আনন্দ।বিকালে চিরশত্রু পাকিস্তানের বিরুদ্ধে ভারতের জয় ভারতীয়দের জন্য সেরা দিওয়ালি গিফট এসেছে। সবাই খুব নাচছে। কিন্তু ভারতের মত মিঠাইও যে টি টোয়েন্টি ম্যাচ খেলছে সেটা কে জানতো?

FfkH0AJVUAA0qDV

আমরা ইতিমধ্যেই আভাস পেয়েছিলাম মিঠাই এবার সত্যি মা হবে। হালুম চলে যেতে মিঠাই সিডের কাছে বাচ্চা চেয়েছিল কিন্তু সিড রাজী নয় জানিয়েছিল। তারপর মিঠাই কিডন্যাপড হতেই সিড বাবা হতে রাজী হয়ে যায়। তারপর আসে বহু প্রতীক্ষিত সিধাইয়ের রিয়েল ফুলশয্যা। যেটা একটা হাগ করেই সমাপ্ত হয়। সকালে লেপটানো সিঁদুর দেখে আমরা যে যার মত অনুমান করে নিয়েছি।

00000010d46202b7c2f64e1e90ca6d51674270e9

আর এবার দেখতে পাবো মিঠাই মাথা ঘুরে পড়ে গেছে। আর ভেতরের কিছু দৃশ্য দেখেছি আমরা যেখানে এক মহিলা ডাক্তারের আগমন ঘটবে অর্থাৎ ছোট দাস মোদক আসছে। মিঠাই মা হবে। তবে সেটা এত জলদি হবে সেটা কেউ ভাবেনি। এদিকে নীপা রুডি আজ কিসি কিসি করেছে। কিন্তু একটা হাগ করেই মিঠাই মা হয়ে গেল!

Sidhai - Twitter Search / Twitter

Nira