জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

নীলুর আবেগ নয়, এবার সত্যের পাশে রাই! ফাঁস হল নীলুর মিথ্যে নাটক! বোনের সঙ্গ ছেড়ে অনির্বাণের পাশে রাই!

জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক “মিঠিঝোরা” (Mithijhora) -তে একের পর এক বিতর্কিত মোড়ের জন্য বারবার পড়েছে সমালোচনার মুখে। এবার পুরো চিত্রনাট্য ঘুরিয়ে দিতে হাজির হয়েছে নীলু (Debadrita Basu) নিজেই! চক্রান্তের নায়িকা এবার আরও বড় খেলায় মেতেছে। সর্বসমক্ষে অনির্বাণকে কালিমালিপ্ত করতে ডেকে এনেছে সংবাদমাধ্যমকে। উদ্দেশ্য একটাই—নিজেকে ‘ভিকটিম’ প্রমাণ করে গোটা সমাজকে অনির্বাণের বিরুদ্ধে দাঁড় করানো।

নতুন পর্বের ঝলকে দেখা যাচ্ছে, সাংবাদিকদের সামনে দাঁড়িয়ে কৃত্রিম কান্না আর সাজানো কাহিনি শুনিয়ে নীলু বলে উঠছে, “এই অন্যায়ের শাস্তি অনির্বাণ পাবেই! কেউ আটকাতে পারবে না। আপনারা শুধু আমার পাশে থাকুন!” কিন্তু এখানেই থেমে থাকেনি সে। দিদির আবেগকেও হাতিয়ার করে বলেছে, “আমার দিদি তো আমার পাশেই আছে, এবার সত্যিই ওর শাস্তি হবে!”

Mithijhora, Aratrika Maity, Suman Dey, Debadrita Basu, Rai-Anirban, Neelu, New Promo, Episode preview, Zee Bangla, মিঠিঝোরা, আরাত্রিকা মাইতি, সুমন দে, দেবাদৃতা বসু, রাই-অনির্বাণ, নীলু, নতুন প্রমো, জি বাংলা, নতুন পর্বের ঝলক

নিজের সুবিধের জন্য ‘দিদি’র নাম ব্যবহার করতে এবারও পিছপা হল না নীলু। কিন্তু এবার নেমে আসে সত্যের বজ্রাঘাত! প্রেসমিটের মাঝে উপস্থিত হয় রাই, স্রোত আর অনির্বাণ। সাংবাদিকদের সামনে রাই জানিয়ে দেয়—সে আর নীলুর পাশে নেই! আবেগের বাঁধ ভেঙে রাই বলে ওঠে, “ভুল করেছিলাম, কিন্তু আজ আর তোর পাশে দাঁড়ানোর মতো কিছু নেই।

তুই যা করেছিস, তার শাস্তি তুই পাবি! এবার সত্যিই শেষ হবে সব অন্যায়ের অধ্যায়!” স্তব্ধ হয়ে যায় নীলু, প্রথমবার তার মুখোমুখি হয় দিদির প্রতিবাদ। স্রোতের দৃঢ় উপস্থিতি এবং অনির্বাণের নীরব লাঞ্ছনা যেন স্পষ্ট করে দেয়—এবার রাই আর কোনও আবেগের জালে জড়াবে না। মিঠেঝোরা এবার কেবল সম্পর্কের গল্প নয়,

হয়ে উঠছে মিথ্যার মুখোশ খোলার এক নির্মম রূপকথা! রাইয়ের এই রূপ দেখে দর্শকরাও সোচ্চার—এবার সত্যিই নীলুর চ্যাপ্টার ক্লোজ হবে? কি হবে এরপর? সত্য সামনে আসার পর মিডিয়ার মুখোমুখি এবার কি বলবে নীলু? অনির্বাণ কি পাবে মুক্তি? উত্তরের জন্য চোখ রাখতেই হবে “মিঠিঝোরা”-র আসন্ন পর্বে, শুধুমাত্র জি বাংলার পর্দায়, রাত ১০:১৫-এ!

Piya Chanda

                 

You cannot copy content of this page