টেলিভিশনের দুনিয়ায় ধারাবাহিকের সাফল্যের প্রধান মানদণ্ড হল টিআরপি। যে ধারাবাহিক দর্শকদের মন জয় করতে পারার সঙ্গে টিআরপি তালিকায় কামাল দেখাতে পারে, সেটি দীর্ঘদিন সম্প্রচারিত হয়। কিন্তু টিআরপি কমে গেলে নির্মাতাদের অনেক সময় সিরিয়াল বন্ধ করার সিদ্ধান্ত নিতে হয়। এমনই পরিস্থিতির মুখোমুখি হয়েছিল দুই জনপ্রিয় বাংলা ধারাবাহিক। আবারো ধারাবাহিক জগতে খারাপ খবর। জি বাংলার নিম ফুলের মধু এবং স্টার জলসার অনুরাগের ছোঁয়ার পর জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক মিঠিঝোরা শেষ হতে চলেছে।
সূত্রের খবর, এই দুটি সিরিয়ালের সম্প্রচার শীঘ্রই বন্ধ হতে চলেছে, যদিও নির্মাতাদের পক্ষ থেকে এখনও আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। মিঠিঝোরা ধারাবাহিকের মুখ্য চরিত্র রাইপূর্ণা হিসেবে অভিনয় করছেন আরাত্রিকা মাইতি। সম্প্রতি নিজের ইনস্টাগ্রাম প্রোফাইলে একটি ছবি শেয়ার করেছেন আরাত্রিকা, যেখানে ক্যাপশনে লেখা আছে “প্রচেষ্টার গুরুত্ব নেই, টিআরপির আছে”। এরপরই ভক্তমহলে হতাশা দেখা গেছে এবং কমেন্টে শোরগোল পড়ে গেছে।

শুরুর দিকে এই ধারাবাহিক টিআরপি তালিকার বেশ কামাল দেখিয়েছে। দর্শকদের ভালোবাসা আর প্রশংসায় দ্রুত জনপ্রিয়তা অর্জন করেছিল এই মেগা। তবে সম্প্রতি গল্পের আকর্ষনীয়তা এবং নতুনত্বের অভাবের কারণে টিআরপি ক্রমশ কমতে থাকে। এর ফলে চ্যানেল কর্তৃপক্ষ ও নির্মাতারা ধারাবাহিক বন্ধের সিদ্ধান্ত নিতে পারেন।
প্রিয় ধারাবাহিক বন্ধের খবরে দর্শকদের মধ্যে হতাশা দেখা দিয়েছে। অনুরাগীরা সোশ্যাল মিডিয়ায় এই সিদ্ধান্তের বিরুদ্ধে প্রতিক্রিয়া জানিয়েছেন এবং ধারাবাহিকগুলো আরও কিছুদিন চালানোর দাবিও তুলেছেন। তবে চ্যানেল কর্তৃপক্ষ শেষ পর্যন্ত কী সিদ্ধান্ত নেবে, সেটাই এখন দেখার বিষয়।
আরও পড়ুনঃ রুদ্ররূপের ষড়যন্ত্রে গ্রেফতার হলো লাবণ্য! ফুলকি কি পারবে লাবণ্যকে বাঁচতে? কি হবে ফুলকির আগামী পর্বে?
যদিও এই ধারাবাহিকটি শেষ হতে চলেছে, বাংলা টেলিভিশন ইন্ডাস্ট্রি থেমে নেই। নতুন ধারাবাহিক আসবে, নতুন গল্প বলবে, নতুন চরিত্র দর্শকদের মন জয় করবে। দর্শকরাও আশাবাদী যে নির্মাতারা আরও আকর্ষণীয় ও নতুন ধরনের কনটেন্ট নিয়ে ফিরবেন। টিআরপি ধরে রাখতে হলে চ্যানেলগুলোকেও দর্শকদের চাহিদার সঙ্গে তাল মিলিয়ে চলতে হবে।
