জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

টিআরপিওয়ালা স্মাইল লিখে গত সপ্তাহে গর্বের পোস্ট দিয়েছিল লক্ষ্মী কাকিমার ছেলে দুলাল, এই সপ্তাহে লক্ষ্মী কাকিমাকে হারিয়ে দুলালের হাসি ফুস করে দিল ঋষি-পিহু! হাসির রোল নেটপাড়ায়

সুপারস্টার সুপারস্টার লক্ষ্মী কাকিমা সুপারস্টার, এটা হল ধারাবাহিকের জিঙ্গল, যেটা শুনে ভীষণ আনন্দিত হয় লক্ষ্মী কাকিমার দর্শকরা কিন্তু চলতি সপ্তাহে আনন্দটা ফুস হয়ে গেছে। প্রতি সপ্তাহে মন ফাগুনকে বেগুন ভাজা করে ছেড়ে দেয় লক্ষ্মী কাকিমা কিন্তু এই সপ্তাহে সেটা হলো না।

গত সপ্তাহে মন ফাগুনকে হারিয়েছিল লক্ষ্মী কাকিমা সুপারস্টার। সেই উপলক্ষ্যে লক্ষ্মী কাকিমার ছেলে দুলাল অর্থাৎ অভিনেতা সৌভিক ব্যানার্জি ইনস্টাগ্রামে নিজের হাসিমুখের একটি পোস্ট দিয়ে ক্যাপশনে লিখেছিলেন টিআরপিওয়ালা স্মাইল। মন ফাগুনের ভক্তরা তক্কে তক্কে ছিল। চলতি সপ্তাহে লক্ষ্মী কাকিমাকে একদম ধুয়ে সাফ করে দিয়েছে ঋষি-পিহু। মন ফাগুন পেয়েছে ৭.৬ এবং লক্ষী কাকিমা সুপারস্টার পেয়েছে ৬.৯।

আর তারপরেই সৌভিকের পোস্ট নিয়ে সোশ্যাল মিডিয়ায় শুরু হয়েছে হাসাহাসি। আপনি বলছেন টুথপেস্টে কি নুন শেষ হয়ে গেছে সেজন্য এই সপ্তাহের টিআরপিওয়ালা স্মাইল দেখা যাচ্ছে না?অনেকেই বলছেন যে যারা যারা টপার সেলফি আর টিআরপিওয়ালা স্মাইল লিখে ছবি দেন পরের সপ্তাহে তাদের অবস্থা খারাপ হয়ে যায়।

ভয়ঙ্কর ট্রোলিং এর মুখে পড়ে এখনো পর্যন্ত সৌভিক ব্যানার্জি পোস্টটি ডিলিট করেন নি তবে হয়তো আজকেই করে দেবেন।এই ঘটনা থেকে শিক্ষা নিয়ে তিনি বুঝবেন যে টিআরপি প্রত্যেক সপ্তাহে ওঠানামা করে তাই আগে থেকেই গর্ব করা উচিত নয়।

Piya Chanda

                 

You cannot copy content of this page