জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

অনন্যার থালা ছোঁড়াতে ফুলগুলো শূন্যে উঠে এলোমেলো হয়ে গেল কিন্তু নবাব নন্দিনীর হাতে থালা পড়তেই দেখা গেল ফুল সুন্দর করে সাজানো! ‘বিজ্ঞানকে তো হার মানাবে রে’, নতুন প্রমো ঘিরে ট্রোলের বন্যা সোশ্যাল মিডিয়ায়

স্টার জলসায় আসছে নতুন ধারাবাহিক একের পর এক। সকলে অপেক্ষা করে আছেন এটা দেখার জন্য যে টাইম স্লটগুলো কবে ঘোষণা হয়। গঙ্গারাম জুলাই মাসেই শেষ হবে বলে জানা যাচ্ছে।আবার অন্যদিকে খেলাঘর শেষ হবে। ধুলোকণাও শেষের মুখে বলছেন অনেকে।‌

দুদিনের মধ্যে এসে গেছে দুই নতুন ধারাবাহিকের প্রমো। নবাব নন্দিনী এবং এক্কাদোক্কা। এক্কাদোক্কা ধারাবাহিকে জুটি বেঁধেছেন সপ্তর্ষি মৌলিক এবং সোনা মনি সাহা।অন্যদিকে নবাব নন্দিনী তে জুটি বেঁধেছেন রেজওয়ান রব্বানি শেখ ও ইন্দ্রানী পাল। দুটো প্রোমোই দর্শকদের মধ্যে সাড়া ফেলে দিয়েছে। তবে এক্কাদোকাতে মানুষ যেরকম ভুল বার করেছে সেরকম নবাব নন্দিনীতেও কিন্তু একটা খুব চোখে পড়ার মতো ভুল মানুষ দেখতে পেয়েছে। আর সেটা নিয়ে হাসাহাসি হচ্ছে সোশ্যাল মিডিয়ায়।

আমরা দেখতে পাবো নবাবের বড় বৌদি পুজোর ফুলের থালা উল্টে ফেলে দেবে আর সেই থালা শূন্যে উঠতে উঠতে চলে যাবে। আর ফুলগুলো চারিদিকে ছিটকে পড়বে কিন্তু যখন থালাটা নেমে এসে নবাব আর নন্দিনীর হাতে পড়বে দেখা যাবে ফুলগুলো সব সুন্দর করে সাজানো রয়েছে। এই দৃশ্য দেখেই হাসছেন নেটিজেনরা। তারা বলছেন যে গল্পে কল্পনার আশ্রয় নেওয়া হয় সকলে জানে কিন্তু এভাবে তো বিজ্ঞানকে অস্বীকার করা যায় না।।চোখের সামনে দেখা যাচ্ছে ফুল ছিটকে পড়ে যাচ্ছে আবার থালা নেমে আসার পর তাতে ফুলগুলো সাজানো থাকে কী করে?

 

View this post on Instagram

 

A post shared by Tolly Tales (@tollytalesnews)

এই নিয়ে সোশ্যাল মিডিয়ায় বেশ হইচই পড়ে গেছে।নবাব নন্দিনীর প্রমো খুব একটা আহামরি লাগেনি সকলের তবে ধারাবাহিক কেমন হয় তার জন্য অপেক্ষা করছেন কারণ অনুরাগের ছোঁয়া যখন শুরু হয়েছিল তখন প্রোমো খুব সাধারণ ছিল অথচ অনুরাগ এর ছোঁয়ায় এখন আগুন এপিসোড হয়।যতক্ষণ না নবাব নন্দিনীর টেলিকাস্ট শুরু হবে ততক্ষণ পর্যন্ত বলা যাবে না যে এই ধারাবাহিক হিট হবে না ফ্লপ।

Piya Chanda

                 

You cannot copy content of this page