জি বাংলার জনপ্রিয় দুটি জনপ্রিয় ধারাবাহিক হলো ‘নিম ফুলের মধু’ ও মিঠিঝোরা। উল্লেখ্য, ‘নিম ফুলের মধু’ ধারাবাহিকে মুখ্য চরিত্র পর্ণা হিসেবে অভিনয় করছেন অভিনেত্রী পল্লবী শর্মা। এই ধারাবাহিকের প্রত্যেকটি এপিসোডের জন্য অনুরাগীরা অপেক্ষা করে থাকেন। বাংলার ঘরে ঘরে কাছের মেয়ে হয়ে উঠেছেন ‘তারকাটা পর্ণা’। এই ধারাবাহিকের মাধ্যমে অগণিত ভক্ত তৈরি করে ফেলেছেন তিনি। তবে এখন স্লট বদলেছে নিম ফুলের। পূর্বে রাত ৮ টায় সম্প্রচারিত হলেও এখন ৬টায় সম্প্রচারিত হতে দেখা যাচ্ছে এই ধারাবাহিককে।
অন্যদিকে, জি বাংলার আর একটি জনপ্রিয় ধারাবাহিক মিঠিঝোরা। বেশ কয়েক মাস আগে অর্গানিক স্টুডিওর তত্ত্বাবধানে এই ধারাবাহিক শুরু হয়েছিল। এটি শুরু হওয়া থেকেই দর্শকদের বেশ নজর কেড়েছিল। তিন বোনের জীবনের গল্প নিয়ে এই ধারাবাহিক। রাই, নীলু এবং স্রোত, তিন বোনের লড়াইয়ের কাহিনী পর্দায় বেশ পছন্দ করেছিলেন দর্শকরা।
এছাড়াও সৌর্যের চরিত্রটিও নজর কেড়েছিল দর্শকদের। সৌর্যের সঙ্গে রাই এর বিয়ের দিন রাইয়ের বাবার মৃত্যুর হয়। সেই জন্যই মেজো বোন নীলুর সঙ্গে সূর্যের বিয়ে দিয়ে দিয়েছিল রাই। তারপর থেকেই নানান উঠে পড়া ভুল বোঝাবুঝি নিয়ে গল্পের প্লট চলেছে। অন্যদিকে রাই এর বিপরীতে এসেছিল আরেক অভিনেতা অনির্বান। তার সঙ্গেই সাতপাকে বাঁধা পড়েছে রাই। গল্পের মোড় ঘুরছে তীব্রগতিতে। তবে এখনো ধারাবাহিকে দর্শকের প্রিয় জুটি হল রাই আর শৌর্য্য।
তবে এই দুই ধারাবাহিকের দর্শকদের মতে জি বাংলায় এবছর সবার আগে নিম ফুলের মধু আর মিঠিঝোরা শেষ করা উচিত বলে মনে করছেন। কারণ নিম ফুলের মধু স্লট পাচ্ছে না এমনটা নয় কিন্তু নিম ফুলের মধু ধারাবাহিকে এই মুহূর্তে তেমন কিছু দেখানোর নেই। বর্তমানে পর্ণার ছেলে বিয়ে করে নিয়েছে এবার পর্ণার মেয়ে পুটিরও বিয়ে দিয়ে হ্যাপি এন্ডিং দেখিয়ে শেষ করে দেওয়াই ভালো। অন্যদিকে মিঠিঝোরা এখন কেউ আর পছন্দ করছে না, অন্যরকম গল্প নিয়ে শুরু হলেও গল্পের কোনো ওজন নেই বলেই মনে করছেন দর্শক। সেই কারণেই ওটাকে নিমের আগে শেষ করার দাবি তুলেছেন দর্শকেরা।
আরও পড়ুনঃ অবশেষে মিশকার সঙ্গে হাত মেলালো সোনা! দীপার জীবনে ভিলেন হল আপন মেয়ে
তবে চ্যানেলের পক্ষ থেকে কি সিদ্ধান্ত নেওয়া হবে সেটাই দেখার অপেক্ষায় সকলে। নিম ফুলের মধু ও মিঠিঝোরা এই দুই ধারাবাহিকই তার নতুনত্ব হারিয়েছে বলে দাবি দর্শকদের। যেখানে গল্প, চরিত্র সবকিছুই ফিকে হয়ে গেছে।