জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

“এ যেন শ্রীময়ী ফিরে এলো তাঁর ভরা সংসার নিয়ে”, জুন আন্টি কোথায়? চিরসখাকে ঘিরে তুমুল কটাক্ষ নেটিজেনদের!

নতুন ধারাবাহিক ‘চিরসখা’ স্টার জলসায় সম্প্রচারিত হতে চলেছে, যেখানে অভিনয় করছেন অপরাজিতা ঘোষ দাস এবং সুদীপ মুখোপাধ্যায়। লীনা গঙ্গোপাধ্যায়ের রচনা ও প্রযোজনায় নির্মিত এই সিরিয়ালে অপরাজিতা ‘কমলিনী’ এবং সুদীপ ‘স্বতন্ত্র’ চরিত্রে অভিনয় করছেন। গল্পটি মধ্যবয়সী দুই ব্যক্তির না বলা ভালোবাসার সম্পর্ককে কেন্দ্র করে আবর্তিত হয়েছে।

দর্শকেরা ইতিমধ্যেই ধারাবাহিকটির কাহিনীকে শ্রীময়ী সিরিয়ালের সঙ্গে তুলনা করছেন। প্রথম পর্ব মুক্তির পর থেকেই যথেষ্ট সমালোচনার মুখে পড়ছে এই ধারাবাহিক। অনেকেই বলছেন গল্পটা শ্রীময়ীর মতোই শুধু অনিন্দ্য আর জুন আন্টি নেই। ব্যঙ্গ করে অনেকেই এই নতুন ধারাবাহিকটিকে শ্রীময়ীর মতোই পরকীয়ার একটি ধারাবাহিক বলে কটাক্ষ করছে।

চিরসখা ধারাবাহিকে রাজা গোস্বামী ও অপরাজিতা ঘোষ দাস একে অপরের মা ছেলের ভূমিকায় অভিনয় করছেন। কিন্তু এই জুটি জি বাংলার ২০১৫ সালের জনপ্রিয় ধারাবাহিক ‘কোজাগরি’ – তে একে অপরের বিপরীতে নায়ক নায়িকার চরিত্রে অভিনয় করেছিলেন। এবার এক ভিন্ন অবতারে হাজির হয়েছেন। ১০ বছর আগের সেই নায়িকা-নায়ক জুটি এবার এক নতুন মোড়কে টেলিভিশনের পর্দায় ফিরেছেন, তবে এবার অপরাজিতা ঘোষকে দেখা যাবে রাজার মায়ের চরিত্রে। এই নিয়েও শুরু থেকেই অনেক কটাক্ষের মুখে পড়ছে চিরসখা।

চিরসখা কে ব্যঙ্গ করে অনেকেই শ্রীময়ী এবং চিরসেখার চরিত্রদের তুলনা করে বলেছেন, “এ যেন শ্রীময়ী ফিরে এলো তাঁর ভরা সংসার নিয়ে।” এদিকে সেই ছবিতে অনেক মেডিসেন কমেন্ট করেছেন, ‘এই ধারাবাহিকে শ্রীময়ের মতো সবকিছুই আছে শুধু জুন আন্টি মিসিং।’ আবার একজন বলেছেন, “জুন আন্টি এখন কি করে আসবে? এখন তো সবে জানুয়ারি”।

এই ধারাবাহিকের প্রথম পর্ব সামনে আসতেই শুধু কটাক্ষের ঝরই দেখা যাচ্ছে। অনেকেই বলেছেন “গল্পটা পুরো শ্রীময়ীরই মতো শুধু অনিন্দ্য মারা গেছে এবং রোহিত সেন ঘরের লোক হয়ে গেছে।” এই ধাঁচেই এবং শ্রীময়ীর আদলেই চিরসাখা গল্পটি তৈরি হয়েছেন, বলেই মনে করছেন দর্শক। তবে এক্ষেত্রে ‘জুন আন্টি’ চরিত্রে কে আসবে সেই নিয়ে উৎসাহ দর্শক। এখন দেখার পালা এই কটাক্ষ বজায় থাকে নাকি এই ধারাবাহিক দর্শকদের মনে সফলভাবে জায়গা নিতে সক্ষম হবে।

Soumi

                 

You cannot copy content of this page