জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

Anurager Chhoya: নিজের ভুল বুঝে মায়ের কোলে মাথা রেখে ভ্যাঁ ভ্যাঁ করে কাঁদছে ডাক্তার সূর্য!’অন্যের কথায় নেচে পাগলামো করলে কাঁদতেই হয়’, লাবণ্যর বড় ছেলের ওপর বিরক্ত নেটিজেনরা

স্টার জলসার অন্যতম জনপ্রিয় ধারাবাহিক হলো অনুরাগের ছোঁয়া। প্রায় দশ মাস হল শুরু হয়েছে এই ধারাবাহিক আর ইতিমধ্যেই রেকর্ড গড়ে ফেলেছে কারণ এখনো পর্যন্ত অনুরাগের ছোঁয়া প্রতি সপ্তাহে ধরে রেখেছে নিজের স্লট। দক্ষিণ ভারতীয় ধারাবাহিক কার্তিকম দীপমের বাংলা রিমেক এটি। কিন্তু হুবহু অনুকরণ তো নয় কারণ পুরো বাঙালিয়ানায় তৈরি করতে হয়েছে ধারাবাহিক।

গল্প ইতিমধ্যে মূল ট্র্যাকে ঢুকে পড়েছে বলে দাবি করছেন অনেকে যারা কার্তিকম দীপম এর গল্প জানেন। বর্তমানে লাবণ্য পুরোপুরি ভাবে দীপার পাশে এবং সূর্য ভুল বুঝছে দীপাকে এবং অবশ্যই সেটা মিশকার প্ররোচনায়। ইতিমধ্যে অন্তঃসত্ত্বা দীপাকে কিডন্যাপ করে নিয়েছে কুমার বাবু আর বর্তমানে এপি কাটে দেখা যাচ্ছে সূর্য নিজের ভুল বুঝতে পেরে মায়ের কোলে মাথা রেখে কেঁদে যাচ্ছে।কালী পূজার সময় তার সঙ্গে দীপার প্রথম দেখা হয়েছিল কীভাবে সেই গল্প কেঁদে কেঁদে মা কে বলছে আর লাবণ্য সেটা শুনে কেঁদেই চলেছেন কারণ তিনি দীপাকে খুব ভালোবেসে ফেলেছেন, তার প্রথম উত্তরসূরীদের জন্ম দেবে দীপা, সেজন্য দীপার ওপর তার একটা আলাদা টান এসেছে।

এদিকে সূর্যর এ কান্নাকাটি দেখে বিরক্ত দর্শকরা এবং তারা বলছেন যে এত ন্যাকামো কী করে করতে পারে ডাক্তারবাবু?নিজের ভালোবাসাকে যে অবিশ্বাস করে এবং তার চরিত্র নিয়ে যে প্রশ্ন তোলে যখন সে জানে যে দীপা কারোর সঙ্গে মেশে না সেই ভাবে, শুধুমাত্র মিশকা যে একটা পরের বাড়ির মেয়ে এবং শুধুমাত্র বান্ধবী তার কথাতে কীভাবে নাচানাচি করলো? কবীরের সঙ্গে দীপা কে জুড়ে এসব বাজে কথা ভাব ার মানসিকতা তার আসে কী করে? এখন সকলেই বলছেন যে নাটক করে কেঁদে কী হবে? বউ-বাচ্চাকে যাতে ঠিক করে ফিরিয়ে আনতে পারে সেটা তো দেখতে হবে। তবে খুব সম্ভবত এর পরই দীপাকে অপহরণের অভিযোগে সূর্যকে ধরে নিয়ে যাওয়া হবে জেলে।

Nira

                 

You cannot copy content of this page