জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

Dhulokona: লালনের স্মৃতি হারিয়ে গেছে তবুও ফুলঝুড়ির হাই ভোল্টেজ ন্যাকামি ভরা অভিমান শেষ হচ্ছে না! ‘আমি চাইবো লালনের কোনদিনও যেন স্মৃতি ফিরে না আসে’, বিরক্ত হয়ে বলে ফেললেন এক দর্শক

এখন স্টার জলসায় বেশ কিছু ধারাবাহিক রমরমিয়ে চলছে। এই যেমন ধুলোকণা আর গাঁটছড়া। এতো ভালো গল্প এখানে এখন নিয়ে আসা হয়েছে যে দর্শক সবকিছু ফেলে এই ধারাবাহিক দেখছি সন্ধ্যা সাতটা আর রাত আটটার সময়। তবে এবার ধুলোকণা নিয়ে বাজারে উঠেছে হাসির রোল।

বিয়ের মন্ডপে বদলে গেল বর, চড়ুইকে এড়িয়ে লালনের সঙ্গেই বিয়ে হয়ে গেল  ফুলঝুরির

গতকাল আমরা দেখেছি তিতির কে লিপস্টিক দিয়ে সিঁদুর দান করেছে লালন যেটা দেখে এখন মোটামুটি অজ্ঞান হয়ে পড়ে রয়েছেন সকলে, কিন্তু যেটা ফুলঝুরি করছে সেটাও মেনে নেওয়া যাচ্ছে না অনেকের মতে। শুধু চোখের জল ফেলা আর অভিমানে পেট পুরে বসে থাকা। এটা কিছুতেই কারো সহ্য হচ্ছে না তাই আজ এক দর্শক বেশ কিছু কঠিন কথা সোশ্যাল মিডিয়ায় লিখে ফেলেছেন।

1394630 h d363c3c3c608
তিনি বলছেন যে আমি চাইবো কোনদিনও যেন লালনের স্মৃতি ফিরে না আসে। লালনের স্মৃতি চলে গেছে তার পরে ওই ন্যাকা মেয়েটার অ্যাটিটিউড ভরা কাণ্ডকারখানা দেখতে আর পারা যাচ্ছে না। এই মেয়েটা সব সময় লালনকে ইগনোর করে গেছে এবং লালনের কোন বিপদে একে পাশে পাওয়া যায়নি। এখন লালনের পুরনো স্মৃতি কিছু মনে নেই সেখানে গিয়েও রাগ আর অ্যাটিটিউড দেখাচ্ছে। যেন নিজে মহারানী আর লালন ফেলনা।

fuljhuri lalon
যদিও অনেকেই তার এই কথার প্রতিবাদ করেছে। সকলেই বলছেন ব্যাপারটা এরকম নয়। লালনকে ফুলঝুরি যথেষ্ট ভালোবাসে তাই এরকম করছে। আবার অনেকে যিনি পোস্ট করেছেন তাকে সমর্থন করেছে।

Nira

                 

You cannot copy content of this page