Connect with us

  Bangla Serial

  মিঠাইয়ে গ্র্যান্ড এন্ট্রি স্যান্ডির প্রেমিকার! অভিনয় করছেন লক্ষ্মী কাকিমা সুপারস্টারের এই বিখ্যাত নায়িকা

  Published

  on

  রোজ রাত আটটা বাজলেই মিঠাই দেখতে বসে পড়ে বাংলার অজস্র দর্শক। খুব কম সময়ের মধ্যেই এই ধারাবাহিক বাঙালি দর্শকদের মন কেড়ে নিয়েছে। দীর্ঘ দেড় বছর ধরে মনোরঞ্জন করে আসছে মিঠাই। তবে এখন গল্প একদম ভালো যাচ্ছে না এমনটাই দাবি করছে দর্শকরা। সিদ্ধার্ত রিকি সেজে আবার ফিরে এসেছে মিঠাইয়ের জীবনে কিন্তু সে তো আর সিড নয়।

  এর মধ্যে দেখা গেল সিরিয়াল অনেক নতুন মুখ এসেছে। অন্যতম হলো প্রিয়াঞ্জলি। আসলে সে রিকির প্রেমিকা নয়, বরং সে সিদ্ধান্তকে দুর্ঘটনার সময় বাঁচিয়েছিল এবং পরবর্তী সময়ে সিড তার সাহায্য নিয়ে নতুন পরিচয়ে ফিরে এসেছে।
  এছাড়াও দেখা গিয়েছে প্রিয়াঞ্জলির বাবাকে। যিনি অভিনয় করতেন সেই সপ্তর্ষি বসুকে আহিরের বাবা হিসেবেও দেখা গেছে পিলু সিরিয়ালে। এর মধ্যেই জানা গেল আগামীকাল এবং পরশু রবীন্দ্র জয়ন্তী পালিত হবে মিঠাই ধারাবাহিকে। যদিও এর পরে যদি বিতর্ক শুরু হয়েছে।
  এবার রবীন্দ্র জয়ন্তীতে আসবে নতুন টুইস্ট। নতুন সদস্য আসবে বাড়িতে। স্যান্ডির প্রেমিকা হিসেবে আসবে সে এই গল্পে। এই ভূমিকায় কে অভিনয় করছেন জানেন?
  এই ভূমিকায় যাকে দেখা যাবে তিনি কৃষ্ণকলি এবং লক্ষ্মী কাকিমা সুপারস্টার ধারাবাহিকে অভিনয় করেছেন। তিনি হলেন অনন্যা গুহ। স্যান্ডির সঙ্গে মনোহরায় প্রবেশ করবেন অনন্যা। হল্লাপার্টিতে অবশ্যই পরবর্তীকালে যোগ দেবে এই চরিত্র। এখন দেখা যাক আগামীকাল কী হয়।