জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

Bangla Medium: ‘গ্রামের শিক্ষিত মেয়ে মানেই দুদিকে বেণী বেঁধে বিজ্ঞান পড়াবে?’, জলসার বাংলা মিডিয়ামের প্রোমো দেখে কটাক্ষের বন্যা সোশ্যাল মিডিয়ায়

এই মুহূর্তে বাংলা টেলিভিশনের জনপ্রিয়তা দর্শকদের কাছে বেশ তীব্র। তাই টেলিভিশনের দুই জনপ্রিয় চ্যানেল স্টার জলসা এবং জি বাংলার মধ্যে সব সময় চলে একটি প্রতিযোগিতা। তা ধারাবাহিক গুলির মধ্যে টিআরপি লিস্টে স্থান হোক বা নতুন ধারাবাহিক প্রকাশ করা হোক। তাই এবার এই একইভাবে দুই চ্যানেলেই এসে গেল নতুন ধারাবাহিকের প্রমো।

প্রসঙ্গত বেশ কিছুদিন আগে অর্থাৎ পুজোর মধ্যেই জি বাংলা তার নতুন ধারাবাহিক ‘নিম ফুলের মধু’ র প্রমো প্রকাশ্যে এনেছে। যেখানে দেখা যাচ্ছে মুখ্য ভূমিকায় অভিনয় করছে অভিনেতা রুবেল দাস এবং অভিনেত্রী পল্লবী শর্মা অর্থাৎ যাকে দেখা গেছিল স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক ‘কে আপন কে পর’ এ জবার ভূমিকায়। তাই জি বাংলা যেহেতু স্টার জলসার এই জনপ্রিয় অভিনেত্রীকে নিজেদের চ্যানেলের নতুন ধারাবাহিকে নিয়ে চলে এসেছে তাই এবার স্টার জলসায় বা কি করে চুপ করে থাকে! এবার স্টার জলসা তরফ থেকে প্রকাশ করা হলো তাদের নতুন ধারাবাহিকের প্রমো।

যেখানে মুখ্য ভূমিকায় দেখা যাচ্ছে অভিনেতা নীল ভট্টাচার্য এবং অভিনেত্রী তিয়াসা লেপচাকে। প্রসঙ্গত নীল এবং তিয়াসা দুজনেরই জনপ্রিয় জুটি হলো জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক ‘কৃষ্ণকলি’র শ্যামা এবং নিখিলের জুটি। যেটি এবার দেখা যেতে চলেছে স্টার জলসায়। তবে এই ধারাবাহিকের প্রমো দেখা যাচ্ছে আরো একজন জনপ্রিয় অভিনেত্রীকে গুরুত্বপূর্ণ ভূমিকায় । প্রসঙ্গত অভিনেত্রী সম্পূর্ণা লাহিড়ী এখানে অভিনেতার নীল ভট্টাচার্যের দিদির ভূমিকায় অভিনয় করতে চলেছেন।

প্রকাশিত প্রমো অনুযায়ী ধারাবাহিকের নাম ‘বাংলা মিডিয়াম’ এবং ধারাবাহিক হতে চলেছে বাংলা এবং ইংলিশ মিডিয়ামের দুই মানসিকতাকে কেন্দ্র করে। যেখানে অভিনেত্রী তিয়াসাকে দেখা যাবে একজন বাংলা মিডিয়ামের ছাত্রী যে গ্রামে একটি পাঠশালা চালায় এবং উল্টোদিকে সম্পূর্ণা এবং নীলকে দেখা যাবে ইংলিশ মিডিয়ামের এবং শহুরে আদব কায়দায় গড়ে ওঠা মানুষ হিসাবে। যাদের একটি ইংলিশ মিডিয়াম স্কুল রয়েছে এবং সেই স্কুলেই চাকরি করতে যাবেন তিয়াসা আর সেখানে তাকে নানা ভাবে ছোট করা হবে। এই নিয়েই এগিয়ে যাবে গল্প।

নতুন ধারাবাহিক তার প্রযোজনায় রয়েছে টেন্ট সিনেমা প্রযোজনা সংস্থা। এই সংস্থারই আরো একটি ধারাবাহিক প্রতিপক্ষ চ্যানেল অর্থাৎ জি বাংলায় বেশ জনপ্রিয়তা লাভ করেছে সম্প্রতি। ধারাবাহিক ‘লক্ষ্মী কাকিমা সুপারস্টার’ এই একই প্রযোজনা সংস্থার। তাই এবার দেখার স্টার জলসার এই নতুন ধারাবাহিক ঠিক কতটা জনপ্রিয়তা অর্জন করতে পারে দর্শকদের মধ্যে।

Bangla Medium comment

Nira

                 

You cannot copy content of this page