জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

সোনা রোদের গান ধারাবাহিকের পর আবার স্টার জলসায় আসছেন দেবলীনা দত্তের ‘বিশেষ বন্ধু’ অগ্নিপরীক্ষার সৌম্য ব্যানার্জি! কোথায় যোগ দিচ্ছেন?

বাংলা টেলিভিশনের জগতে এক জনপ্রিয় মুখ সৌম্য ব্যানার্জি। অগ্নিপরীক্ষা ধারাবাহিকের হাত ধরে দর্শকমহলে অসম্ভব জনপ্রিয়তা এবং প্রশংসা কুড়িয়ে নিয়েছিলেন এই অভিনেতা। এরপর একাধিক ধারাবাহিকে দেখা গিয়েছে অভিনয় করতে তাঁকে।

সম্প্রতি কালার্স বাংলায় সোনা রোদের গান ধারাবাহিকে অভিনেত্রী পায়েল দের বিরুদ্ধে অভিনয় করেছিলেন সৌম্য। সেখানে মুখ্য চরিত্রে ছিলেন ঋষি কৌশিক। এবার নিজের অনুরাগীদের জন্য একটি সুখবর আনলেন সৌম্য ব্যানার্জি।

বহুদিন বাদে আবার স্টার জলসায় ফিরে আসছেন সৌম্য। আবার নতুন ধারাবাহিকে দেখা যাবে তাঁকে। যদিও ধারাবাহিক নতুন নয় চলছে এটি। এই ধারাবাহিকের নাম কী? জানতে হলে বাকিটা পড়ুন।

শোনা যাচ্ছে স্টার জলসার অন্যতম জনপ্রিয় ধারাবাহিক “অনুরাগের ছোঁয়া”তে দেখা যাবে সৌম্যকে। সম্ভবত দীপা এবং সূর্যের মধ্যে তৃতীয় ব্যক্তি হয়ে প্রবেশ করবেন সৌম্য।

ফ্লাওয়ার আর্ট প্রতিযোগিতায় দীপার সঙ্গে দেখা হবে প্রিয় কবির। আর তার প্রিয় কবিই হয়েছেন সৌম্য ব্যানার্জি। সূর্যকে একথা জানাতেই সূর্য কাচুমাচু মুখ করে ফেলে। এ সংক্রান্ত একটি নতুন প্রোমো সামনে এসেছে।

ভাইরাল হওয়া প্রমো ভিডিওতে দেখা যায় সৌম্য ব্যানার্জিকে। সেখানে দীপার প্রিয় কবি তাকে অভিবাদন জানালো এই সাফল্যের জন্যে।

এরপরেই সে নিজের স্বামীর কাছে বলে যে এটা তার সবথেকে বড় পাওয়া যে তার পছন্দের কবি তারই সামনে আজ। ঠিক তার পরেই মুখ গোমড়া হয়ে যায় সূর্যর। এবার দেখার বিষয় সূর্য আর দীপার সম্পর্ক কোন নতুন মোড় নেবে।

Pabitra

                 

You cannot copy content of this page