জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

Mithai-Nipa: রুদ্রদার সঙ্গে বিয়ের জন্য সুন্দরী কনে সাজে সেজে উঠলো নীপা রানী! ভাইরাল হলো শুটিং সেটের এক্সক্লুসিভ ভিডিও, নীপাকে আদরে ভরিয়ে দিচ্ছে মিঠাই

অবশেষে মিঠাইতে হতে চলেছে আরেকটা বিয়ে। কিছুদিন আগেই বিয়ে হয়েছে মিঠাইয়ের শ্বশুরের এবং মূলত মিঠাইয়ের নতুন শাশুড়ির বুদ্ধিতেই রুদ্রদার সঙ্গে নীপার বিয়ে হতে চলেছে। ফলে সকলেই বুঝতে পারছেন যে সমরেশের বউ অনুরাধা একদম পজিটিভ চরিত্র হয়ে এসেছে মোদক পরিবারে এবং তিনি বাকি কাজগুলো করবেন অর্থাৎ সমরেশের সঙ্গে সিদ্ধার্থের মিলটাও তিনি ঘটাবেন।

ছদ্মবেশে এসে পাত্রপক্ষ সেজে নীপার সাজানো বিয়েটা ভণ্ডুল করেছে সমরেশ অনুরাধা। এবার রুদ্র দাকে দিয়ে এমন কীর্তি করানো হবে যাতে সুলতা মেনে নেয় রুদ্র দাকে। ইতিমধ্যেই আমরা দেখতে পেয়েছি যে মনোহরাতে চলছে নতুন বিয়ের শুটিং। নীপার বিয়ের শুটিং হল গতকাল।

যেখানে নীপা কে আমরা কনের সাজে দেখতে পাব আর তাকে অপরূপ সুন্দরী লাগছে। এমনিতেই তাকে দেখতে সুন্দর আর কনের সাজে যেন তাকে দেখতে একটু বেশি ভালো লাগছে। আর মিঠাই রানী ও তার ছোট ননদকে খুব ভালোবাসে। বাস্তব জীবনেও ঐন্দ্রিলার সঙ্গে সৌমির বন্ডিংটা খুব ভালো।

mithai nipa

আমরা দেখতে পাচ্ছি পেছনে শুটিং সেটের শুটিং চলছে আর একদিকে নীপা কনের সাজে দাঁড়িয়ে আছে আর সৌমি তাকে গালে আদর করছে।ভীষণ মিষ্টি এই অল্প কয়েক সেকেন্ডের ভিডিও দেখে আপ্লুত নেটিজেনরা এবং তারা অপেক্ষা করছেন কবে এই শুটিং এর দৃশ্য এপিসোড হিসাবে তাদের সামনে আসবে।

Pabitra

                 

You cannot copy content of this page