জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

অরিন্দমকে জড়িয়ে ধরল নোলক! তারপর? ভাইরাল গোধূলি আলাপের নতুন প্রোমো

স্টার জলসায় অল্প কিছুদিন আগে শুরু হয়েছে রাজ চক্রবর্তী পরিচালিত নতুন ধারাবাহিক গোধূলি আলাপ। ধারাবাহিক শুরু করার আগে এর বিষয়বস্তু নিয়ে বিরূপ প্রতিক্রিয়া দেখা দিয়েছিল সোশ্যাল মিডিয়ায়। কিন্তু শুরু হওয়ার কিছুদিন পর থেকে জনপ্রিয়তা ধীরে ধীরে বাড়তে থাকে।

এমন বিষয়বস্তু এর আগে বাংলা ধারাবাহিকে স্থান পায়নি। সেটাই হয়তো এই ধারাবাহিকের ইউএসপি। তাই নোলক-অরিন্দম জুটিকে বেশ পছন্দ হয়েছে দর্শকদের। অসমবয়সী দাম্পত্যকে পর্দায় যেভাবে তুলে ধরা হয়েছে সেটা ভালো লেগেছে দর্শকদের। ধীরে ধীরে অরিন্দম-নোলকের প্রেম কাহিনীও আকৃষ্ট করছে বাঙালি দর্শকদের।

মাঝ বয়সী উকিলের ভূমিকায় অভিনয় করছেন কৌশিক সেন এবং তাঁর হাঁটুর বয়সী বহুরূপী খেলা দেখানো নোলকের চরিত্রে অভিনয় করছেন সোমু সরকার। তাই এর থেকে পরিষ্কার প্রেমের নির্দিষ্ট কোনো বয়স নেই।

এদিকে ধীরে ধীরে প্রেম জমেছে এই জুটির। এবার ভাইরাল হলো আগামী পর্বের একটি নতুন প্রোমো। প্রোমোতে দেখা যাচ্ছে, ঘুমের মধ্যে মহিষাসুরকে বধ করার কথা বলে উঠলো নোলক। আর হঠাৎ স্ত্রী নোলক কী বলছে সেটা শোনার জন্যই অরিন্দম তাঁর কাছে যেতেই আবার অরিন্দমকে জড়িয়ে ধরল নোলক।

এই দৃশ্য প্রকাশ্যে আসতেই ধারাবাহিকের অনুগামীরা আনন্দে আত্মহারা। কারণ বোঝা যাচ্ছে এবার এই জুটির প্রেম আস্তে আস্তে প্রকাশ পাবে। এভাবেই হয়তো একে অপরের কাছাকাছি আসবে এই ধারাবাহিকের অসমবয়সী দুই মানুষ। এই পর্ব কবে আসতে চলেছে সেটা দেখার অপেক্ষায় এখন দর্শকরা।

Piya Chanda

                 

You cannot copy content of this page