ভীষণ জনপ্রিয় মিঠাই ধারাবাহিকটি। দীর্ঘ দেড় বছর ধরে মানুষের মনে রাজত্ব করে আসছে এই ধারাবাহিক। গল্পে হাসি-কান্না মজা সব রয়েছে।যেমন সিরিয়াস গল্প দেখানো হয়েছে সেরকম নিখাদ মজাও আমরা পেয়েছি মিঠাই ধারাবাহিকের প্রচুর এপিসোডে।বর্তমানে যে এপিসোড আমরা দেখতে পাচ্ছি সেখানে হয়তো খুব বিরক্ত বোধ করছি আমরা কিন্তু লেখিকা নিশ্চয়ই কিছু ভেবে চিন্তে এইরকম এপিসোড দেখাচ্ছেন।
তবে এখন এপিসোডের তর্কে নয় অন্য একটা জিনিস আপনাদেরকে জানানো যাক।দুমাস আগে যখন মিঠাই উচ্ছে বাবু সন্দেশ বানিয়ে ছিল সেই সন্দেশ পশ্চিমবাংলার অনেক দোকানে চলে এসেছিল এবং অনেকেই বাড়িতে বানিয়ে ইউটিউবে সেই ভিডিও দিয়েছিলেন যা ভাইরাল হয়েছিল। সেটাই ছিল মিঠাই এর সাফল্য। প্রচুর মানুষ উচ্ছে বাবু সন্দেশ কিনতে দোকানে রোজভিল জমাতেন এবং কিনে সোশ্যাল মিডিয়ায় ছবি দিতেন। এরপর চলে এলো উচ্ছে বাবু চিকেন। একজন হরিয়ালি চিকেন বানিয়ে সেটাকেই উচ্ছে বাবু চিকেন নাম দিয়েছিলেন। আবার গন্ধরাজ মোমোকে অনেকে উচ্ছে বাবু মোমো বলেও ডাকছিলেন।
এবার মিঠাই সংক্রান্ত আরও একটি জিনিস চলে এলো বাজারে। সেটি হল মিঠাই রানী ব্যাগ। কাপড়ের ব্যাগের উপর ছাপা রয়েছে মিঠাই এবং নীপার ছবি। ব্যাগটি পশ্চিমবাংলার বিরাটির একটি কাপড়ের দোকানে দেওয়া হচ্ছে জামাকাপড় কিনলে। একজন মিঠাই হেটার সেই ব্যাগের ছবি পোস্ট করে লিখেছিলেন যে কেবলমাত্র এই ব্যাগ পাবেন বলে তিনি সেই দোকান থেকে কিছু জামাকাপড় কেনেননি।
যদিও মিঠাই ভক্তরা এই ব্যাগ দেখে বেজায় খুশি এবং বলছেন যে তাহলে জামা কাপড় কেনার জন্য দোকানে লোক টানতেও সেই মিঠাই ভরসা। এখানে না ফুলঝুরির ছবি দেওয়া হয়েছে না পিহুর। তাহলে এটা বোঝাই যাচ্ছে যে মানুষের মন জয় করতে আসলে মিঠাই পারে আর কেউ না।