জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

Mithai: দিদিয়ার বাড়িতে সাজতে গিয়ে নীপার ন্যাকামি নেওয়া যাচ্ছিল না, শ্রী এমনি এমনি রাগে না! ‘মিঠাই ন্যাকা নয়, আসল ন্যাকাই নীপাই’, বলছে স্টার জলসার ভক্তরা

যে জিনিস যত জনপ্রিয় হয় সেই জিনিসের সমালোচনাও তত বেশি হয়। সেজন্যে মিঠাই যেরকম জনপ্রিয় সেরকম প্রতিনিয়ত তাকে প্রতিপক্ষ চ্যানেল এবং অন্যান্য সিরিয়ালের ভক্তদের বিরোধিতার মুখে পড়তে হয় সোশ্যাল মিডিয়ায়। এছাড়া ব্যক্তিগত জীবনে মিঠাই অর্থাৎ সৌমিকে নিয়ে কাঁটা ছেঁড়ার শেষ নেই। আদৃত আর কৌশাম্বীর সম্পর্ক নিয়ে চলেছে অনেক আলাপ আলোচনা। তবে এবার মিঠাইয়ের অন্য একটা বিষয় নিয়ে খুব বিরক্ত হয়েছেন মিঠাই ভক্তরাই।

মোদক পরিবারের ছেলেমেয়েদের মধ্যে সবচেয়ে ছোট হলো নীপা কিন্তু একেবারেও ছোট নয় না হলে বিয়ের জন্য উঠে পড়ে লাগতো না। প্রথম প্রথম তার স্বভাব আদুরে লাগতো কিন্তু তার স্বভাব ভীষণ ন্যাগিং এবং ইরিটেটিং লাগছে দর্শকদের। তার কথা বলার স্টাইল অত্যন্ত ন্যাকা হয়ে গেছে বলে মত অনেকের। বিশেষ করে নন্দার বাড়িতে সাজার সময় সে যা উত্যক্ত করেছে মিঠাই নন্দা এবং শ্রীকে যে বলার নয়।

Nipa Marriage1

এগুলো তো ঠিক আদুরে স্বভাবের বলা যায় না, তাকে অনেক বোঝানো হয়েছে তার পরেও তার মেহেন্দি চাই, এইরকম সাজ চাই, ওই রকম সাজ চাই। ন্যাকা ন্যাকা টোনে তার টেনে টেনে কথা বলা দর্শকদের আর সহ্য হচ্ছিল না।
Nipa Marriage2

সকলেই বলছেন যে মিঠাইকে অনেকেই ন্যাকাই বলে থাকেন কিন্তু আসল ন্যাকামিটা নীপা করে যদি ঠিকঠাক দেখা যায়। মিঠাইয়ের থেকে বয়সে বড় সে, মানে ধারাবাহিকে সেরকমটাই দেখায়। তারপরেও কেন নীপা একটু স্বাভাবিকভাবে কথা বলতে পারে না এবং বিয়ে ছাড়া অন্য কিছু ভাবতে পারেনা কে জানে? শুধুমাত্র মিঠাই কে দোষারোপ করাটা স্টার জলসার ভক্তদের উচিত নয়।

Pabitra

                 

You cannot copy content of this page