বাংলা টেলিভিশনের (Bengali Television) পর্দায় অগুণিত ধারাবাহিকের আসা-যাওয়া লেগেই রয়েছে। এর মধ্যে সব ধারাবাহিক যে দর্শকদের মন জয় করে নিতে সক্ষম হয় তা কিন্তু একেবারেই নয়। তবে কিছু কিছু ধারাবাহিক রয়েছে যা বাঙালি দর্শকদের মনে পাকাপাকি ভাবে জায়গা করে নিয়েছে। যার ফলে সেই ধারাবাহিকগুলির টিআরপি (TRP) যেমন বাড়তে থাকে, তেমনই সেই ধারাবাহিকের প্রত্যেকটা চরিত্র হয়ে ওঠে বাঙালির মনের কাছাকাছি।
বলাই বাহুল্য সে প্রত্যেকটি চরিত্র হয়ে উঠে যেন বাঙালির ঘরের মানুষ। তবে বর্তমান বাংলা ধারাবাহিকের যা পরিস্থিতি তাতে টিআরপি যদি ভালো না হয় তাহলে সেই ধারাবাহিক অচিরেই বন্ধ হয়ে যায়। সে নামিদামি অভিনেতা-অভিনেত্রী হোক বা জোরদার স্ক্রিপ্ট, কোন ধারাবাহিক বাঙালির মন জিতে নেবে সেটা বোঝা বড়ই ভার। তবে এমন বেশ কিছু ধারাবাহিক রয়েছে যে ধারাবাহিকগুলি নাগাড়ে মানুষের মন জয় করে নিয়েছে।
আর সেই তালিকায় অন্যতম ধারাবাহিক হল নিম ফুলের মধু। আজ থেকে প্রায় দু বছর আগে এই ধারাবাহিকটি শুরু হয়েছিল। জি বাংলায় চলা এই ধারাবাহিকটি জি বাংলার নিজস্ব প্রোডাকশন হাউসের ধারাবাহিক। পল্লবী শর্মা, রুবেল দে, লিলি চক্রবর্তী-এর মতো অভিনেতা-অভিনেত্রীদের সমাহার এই ধারাবাহিকে। একইসঙ্গে যৌথ পরিবারের গল্প। খুব অনায়াসে দক্ষতায় এই ধারাবাহিক দর্শকদের মন জয় করে নিয়েছে।
আর যার ফল স্বরূপ এই মুহূর্তে দু’বছরের দোরগোড়ায় দাঁড়িয়ে এই ধারাবাহিক। এখন যেখানে বাংলা ধারাবাহিক কার্যত দু’মাসে বন্ধ হয়ে যাওয়ার মতো অনিশ্চয়তায় থাকে সেখানে এই ধারাবাহিক সাফল্যের সঙ্গে টিআরপির প্রথম পাঁচে থেকে দু’বছর অতিক্রম করতে চলেছে। যা সত্যিই বিরল। সম্প্রতি ৭০০ পর্ব অতিক্রম করেছে এই ধারাবাহিক। তবে বিরাট কোন উদযাপন হয়নি। কারণ লক্ষ্য হাজার পর্বের।
আরও পড়ুন: ঝিলিকের মৃত্যুমুখে লড়াই, প্রিয়রঞ্জনের অত্যাচারে নীলিমার চরম প্রতিশোধ!
এই বিষয়ে সম্প্রতি একটি সর্বভারতীয় সংবাদ মাধ্যমে ধারাবাহিকের নায়িকা পল্লবী শর্মা বলেছেন, ‘যাবতীয় উদ্যাপন আমরা এক হাজার পর্বের জন্য বাঁচিয়ে রেখেছি।’ এই ধারাবাহিকে অভিনয় করে নায়িকা হিসেবে দর্শকদের কাছ থেকে দারুন প্রশংসা এবং ভালোবাসা পেয়েছেন পল্লবী। এর আগেও তার প্রথম ধারাবাহিক কে আপন কে পর দারুণ জনপ্রিয় হয়েছিল। দর্শকদের এই ভালোবাসাই তার জীবনের পাথেয় বলে জানিয়েছেন তিনি।