জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

পরিণীতার বিয়ে নিয়ে খুশি উদয়! আচমকা কেন মন ঘুরল নায়কের? নতুন প্রোমোতে জমজমাট সাসপেন্স

শীতের শুরুতেই জি বাংলার (Zee Bangla) তরফে বড় ধামাকা! মেগা সিরিয়ালের প্রথম প্রোমো সামনে আনল চ্যানেল কর্তৃপক্ষ। ‘পরিণীতা’র (Parineeta) লিড রোলে রয়েছে উদয় প্রতাপ সিং-কে। এতদিন নিম ফুলের মধু-র চয়ন কিংবা মিঠাইয়ের রাতুল হিসাবে দর্শকদের প্রশংসা কুড়িয়েছেন উদয়। তাঁর বিপরীতে নায়িকা চরিত্রে নবাগতা ঈশানী।

সিরিয়ালের নাম পরিণীতা হলেও শরৎচন্দ্রের পরিণীতার সঙ্গে এই মেগার কোনও মিল নেই। একেবারে নতুন আনকোড়া ধাঁচে লেখা গল্প। এবার প্রকাশ্যে এসেছে ধারাবাহিকের নতুন প্রোমো।

parineeta

প্রকাশ্যে পরিণীতা’র নতুন প্রোমো

শীত আসছে। আসছে বাংলা ধারাবাহিকগুলির শীতের নতুন প্রোমো। সম্প্রতি প্রকাশ্যে এল জি বাংলার নতুন ধারাবাহিক ‘পরিণীতা’র প্রোমো। শুরুতেই দেখা যায়, করোর পৌষ মাস ও তো কারোর সর্বনাশ। আর পরিণীতার মা-বাবা নায়কের বাড়িতে এসে বলছে তাদের মেয়ের বিয়ে ঠিক হয়ে গেছে। পাত্র অবিনাশ বোসের বড় ছেলে সমীরণ। খবর পৌঁছয় নায়কের কানেও।

দিদির বিয়ে নিয়ে আগে থেকেই পরিণীতার উপর খোঁচে ছিল সে। এবার ঠিক করে একটা হেস্তনেস্ত করেই ছাড়বে। কিন্তু সমীরণ আসলে মাতাল। পরিণীতার ভবিষ্যত ভেবে খুশি হয় নায়ক। এরপর সে পরিণীতাকে বলে ‘তার জন্য খুশি সে।’ পরিণীতাও ভাবে এই ছেলেটা তার বিয়ে নিয়ে এত খুশি কেন?

প্রোমো দেখে দর্শকদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দর্শকমহলে। একজন লিখছেন, ‘শুরু হয়ে সারতে পারল না, বিয়ের প্রোমো চলে এসেছে। এখন কারো কোনো সমস্যা নেই আমার বেলায় যত প্রবলেম দেখা দিয়েছিল ও হ্যাঁ আমার তো বিয়ের প্রোমো দিয়েছিল এখন তো পরিনীতা সাধির প্রোমো দিল পার্থক্য আছে।’

Piya Chanda

                 

You cannot copy content of this page