জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

মাত্র ২৪ ঘণ্টায় অসম্ভবকে সম্ভব! ‘ফুলকি’র জাতীয় মঞ্চে প্রত্যাবর্তন, শালিনীর ষড়যন্ত্রের জবাব দিল ফুলকি!

জি বাংলার (Zee Bangla) জনপ্রিয় ধারাবাহিক ‘ফুলকি’ (Phulki) দিনের পর দিন দর্শকদের মনের মণিকোঠায় জায়গা করে নিচ্ছে। ছোট শহরের মেয়ে ফুলকির স্বপ্ন বড় – সে দেশের নামী বক্সার হতে চায়। কিন্তু সমাজ, পরিবার এবং নিজের সীমাবদ্ধতার সঙ্গে লড়াই করে তাকে এগোতে হচ্ছে। পাশে আছে তার জীবনসঙ্গী এবং কোচ রোহিত, যে নিজেও একসময় ছিলেন প্রতিশ্রুতিশীল বক্সার। বর্তমানে ধারাবাহিকের গল্প এগিয়ে চলেছে জাতীয় বক্সিং ফাইনালের দিকে, যেখানে ফুলকির জীবনের সবচেয়ে বড় পরীক্ষার সামনে সে দাঁড়িয়ে।

গত পর্বে এক বড়সড় ধাক্কা খেয়েছে ফুলকি। রোহিতের প্রাক্তন স্ত্রী শালিনী আবারও ষড়যন্ত্রের পথে হাঁটে। সে ইচ্ছাকৃতভাবে ফুলকির প্রোটিন ড্রিঙ্কে অতিরিক্ত কিছু উপাদান মেশায়, যার ফলে ফুলকির ওজন বেড়ে যায় এক কেজি। জাতীয় ফাইনালের জন্য নির্ধারিত ওজন সীমা থাকায় প্রশ্ন ওঠে, ফুলকি আদৌ খেলতে পারবে তো? এই ধাক্কায় মুষড়ে পড়লেও, রোহিত ফুলকির পাশে দাঁড়িয়ে জানায়, এই এক কেজি কমানো কঠিন হলেও অসম্ভব নয়।

ফুলকি, phulki, জি বাংলা, zee Bangla

এরপর ফুলকি শুরু করে এক চূড়ান্ত সংগ্রাম। সে ঠিক করে মাত্র ২৪ ঘণ্টার মধ্যে সেই বাড়তি এক কেজি ওজন কমিয়ে মাঠে নামবেই। রোহিত তাকে ট্রেনিং, ডায়েট এবং মানসিকভাবে গাইড করতে থাকে। ফুলকিও দমে না গিয়ে কঠোর ট্রেনিং শুরু করে দেয় – সকালে হাঁটা, বিকেলে জিম, রাতের রানে ডায়েট—সবকিছু মিলিয়ে সে তার লক্ষ্যে দৃঢ়। ধারাবাহিকের প্রতিটি মুহূর্তে উঠে এসেছে ফুলকির মনের জোর, আত্মবিশ্বাস এবং চরম অধ্যবসায়ের গল্প।

ফুলকি আজকের পর্ব ২১ এপ্রিল (phulki today episode 21 april)

আজকের পর্বে দেখানো হয়েছে ফুলকি তার চ্যালেঞ্জে সফল হয়েছে। কঠিন ট্রেনিং, ঘাম ঝরানো পরিশ্রম, আর রোহিতের সহায়তায় মাত্র একদিনের মধ্যে সে এক কেজি ওজন কমিয়ে দেয়। এরপর তাকে দেখা যায় জাতীয় বক্সিং ফাইনালের মঞ্চে, প্রস্তুত লড়াইয়ের জন্য। দর্শকরা চাক্ষুষ করেন, কীভাবে ফুলকি আবারও প্রমাণ করে দেয় যে প্রতিকূলতা তাকে দমাতে পারে না।

শুধু ওজন কমানো নয়, আজকের পর্বে রয়েছে আরও চমক। দেখা যায়, ফুলকি জয়ের দিকে এগোচ্ছে। বক্সিং রিং-এর প্রতিটি মুহূর্ত উত্তেজনায় ভরপুর। শালিনীর সব ষড়যন্ত্র মুখ থুবড়ে পড়েছে। আজকের পর্ব ফুলকির জয় হিসেবেই থেকে যাবে দর্শকদের মনে।

Piya Chanda

                 

You cannot copy content of this page