জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

ফাঁস হবে মল্লারের কীর্তি! কী কাণ্ড করলো পিলু? ভাইরাল নতুন প্রোমো

এখন বাংলা সিরিয়াল মানে টানটান উত্তেজনা এবং বিনোদনের বাহার। একের পর এক সিরিয়াল এসেই চলেছে টেলিভিশনের পর্দায়। ফলে দিনদিন প্রতিদ্বন্দিতা বাড়ছে চ্যানেলগুলির। বিভিন্ন বিষয়বস্তু নিয়ে আসছে ধারাবাহিক। পিলু ধারাবাহিক সম্প্রতি শুরু হয়েছে। তবে খুব তাড়াতাড়ি মানুষের জনপ্রিয় হয়ে উঠেছে এই ধারাবাহিক। স্টার জলসা এবং জি বাংলা মূলত এই দুটি চ্যানেলে প্রচুর নতুন সিরিয়াল এসেছে যার মধ্যে পিলু অন্যতম।

পিলু ধারাবাহিকের অভিনেত্রী মেঘা খুব কম সময়ে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। এটি তার প্রথম কাজ। দুই তিন মাস হয়ে গেল ধারাবাহিকটি চলছে কিন্তু গল্পের কোন ধীর গতি নেই তাই প্রত্যেকটি দর্শক এই ধারাবাহিকের প্রতি আকর্ষিত হয়েছে। ইতিমধ্যে গল্পে দেখা গেছে যে গতকাল এসেছে নতুন চরিত্র মল্লার রায় চৌধুরী।

মল্লার একটি নেগেটিভ চরিত্র এমনটাই জানা গেছে। তবে সূত্র মারফত যা জানা গেছে তা হলো আসলে সে এসেছে নিজের পরিবারের উপর হওয়া অত্যাচারের বদলা নিতে। আসলে সে আহিরের খুড়তুতো ভাই।

Pilu

ধারাবাহিকের নতুন প্রোমো চাঞ্চল্য সৃষ্টি করেছে সোশ্যাল মিডিয়ায়। ঋজুলার বিশ্বাস অর্জন করে সুরমণ্ডলে প্রবেশ করেছে সে। তবে রাতের বেলায় লুকিয়ে সম্পত্তির কাগজ ঘেঁটে বেড়াচ্ছে মল্লার।

তখন ঘরে ঢুকবে পিলু আর হাত থেকে সব কাগজ কিনে নেবে সে। তবে ব্যাপারটি উল্টে যায়। চিৎকার-চেঁচামেচিতে যখন সবাই এসে ঘরে আসে মল্লার বলে ওঠে যে পিলু নাকি কাগজপত্র ঘাটছিল। বড় ম্যাডাম সে সময় বলবেন তিনি জানতেন সম্পত্তির উপর লোভ রয়েছে পিলুর। তবে পিলু জানিয়ে দেয় আসলে সত্যি সে প্রমাণ করেই ছাড়বে।

Piya Chanda

                 

You cannot copy content of this page