বাংলা বিনোদন জগতের দুনিয়ায় অন্য একটি ক্ষেত্র হলো বাংলা ধারাবাহিক। এই মুহূর্তে বহু বাঙালি মা কাকিমারা দিনের একটা সময় নির্দিষ্ট করে রাখেন বিনোদনের জন্য। আর তাই একের পর এক বাংলা সিরিয়াল আসছে চ্যানেলগুলিতে।
এমনই এক ধারাবাহিক হলো গঙ্গারাম। স্টার জলসা চ্যানেলের বহুদিন ধরে সম্প্রচারিত হচ্ছে এই ধারাবাহিক। প্রথম দিকে দর্শক মহলে বেশ সাড়া ফেলেছিল ধারাবাহিকটি। তারপরে আস্তে আস্তে এর উন্মাদনা কমতে থাকে দর্শকদের মধ্যে।
ধারাবাহিকটি মাঝখানে বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নেয় চ্যানেল কর্তৃপক্ষ, এই খবরও রটে গিয়েছিল। এতে দর্শকরা বরঞ্চ খুশিই হয়েছিল। কারণ তারা বারবার জানাচ্ছে যে তারা আর এই ধারাবাহিকটি দেখতে চাইছে না। মহাপীঠ তারাপীঠ- এর মতো জনপ্রিয় একটি ধারাবাহিক হুট করে বন্ধ করে এমন একটি ধারাবাহিক শুরু করা হলো, এতেই ক্ষুব্ধ সবাই।
অন্যদিকে গঙ্গারাম ধারাবাহিকের টিআরপি ধীরে ধীরে কমছে। বলাই বাহুল্য ধারাবাহিকটির আর সহ্য করতে পারছে না দর্শকরা। এমনকি এই নিয়ে সোশ্যাল মিডিয়ায় শুরু হলো প্রতিবাদ। নেটিজেনরা নিজের মনের কথা লিখে পাঠাচ্ছে কমেন্ট বক্সে।
কেউ কেউ লিখছে শেষ করে দিন। আবার কেউ লিখছে মহাপীঠ তারাপীঠ সিরিয়াল বন্ধ করে দিয়ে আধপাগলা গঙ্গারামকে কন্টিনিউ করছে। কেউ কেউ আবার একে বস্তাপচা সিরিয়াল বলছে। তারা অবিলম্বে ধারাবাহিক বন্ধ করে দিতে চাইছে।