বাংলা ধারাবাহিকে যেভাবে একের পর এক সামাজিক শিক্ষামূলক কনসেপ্ট দেখানো শুরু হয়েছে বিশেষ করে জি বাংলার ধারাবাহিকগুলোতে দর্শকদের মন কিন্তু জয় করে নিচ্ছে।আমাদের এই পথ যদি না শেষ হয় তে আমরা দেখেছি কীভাবে পণপ্রথার বিরুদ্ধে সোচ্চার হয়েছিল উর্মি আর মুমু। এছাড়াও দেখেছিলাম অরণ্যষষ্ঠী দিয়েছিল রাগী আন্টি,উর্মির দাদা আর সাত্যকিকে।
এবার মিঠাই তে আসতে চলেছে আর এক ইউনিক কনসেপ্ট। মিঠাই বরাবর ছক ভাঙে। এই যেমন বাংলা ধারাবাহিকে প্রথমবার মিঠাইতে স্যান্ড আর্ট দেখানো হয়েছিল। আর এবার আজকের প্রিক্যাপে যা দেখানো হলো তা দেখে উৎসাহিত দর্শকরা।
জামাইষষ্ঠীর এপিসোড মোটামুটি সব ধারাবাহিকে দেখানো হয়। এখন বৌমা ষষ্ঠী কথাটিও প্রচলিত। বকুল কথা ধারাবাহিকে ইতিমধ্যেই সেটি দেখানো হয়েছে। তবে এবার মিঠাইতে দেখানো হবে শাশুড়ি ষষ্ঠী। মামি ডার্লিং এর মন ঠিক করার জন্য রাতুল আর রাজীব লুচি বেলে ভেজে খাওয়াবে পিপিকে।
মোদক পরিবারের দুই জামাই এবার পিসির জন্য নিজের হাতে খাবার বানাবে এবং খাওয়াবে আর সেটাকেই শাশুড়ি ষষ্ঠীর নাম দেওয়া হয়েছে।এতদিন তো আপনারা জামাইষষ্ঠী শুনে এসেছিলেন তবে এবার এখানে জামাইরা শাশুড়িকে আদর যত্ন করে খাওয়াবে। ভাবনাচিন্তা সত্যিই নতুন তাই না? এইজন্যেই তো মিঠাই সেরা বলছেন সকলে।