জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

Khelna Bari: মিতুলের ফোনে ইন্দ্র বাবুর নাম ‘রাগী বাবু’! সত্যিই কি চরিত্রের মতোই এতটাই রাগী ইন্দ্র?

জি বাংলার এক জনপ্রিয় ধারাবাহিক ‘খেলনা বাড়ি’। বর্তমানে এই মেগা বেশ প্রিয় হয়ে উঠেছে দর্শকদের কাছে। উক্ত ধারাবাহিকে নায়িকা মিতুলের চরিত্রে অভিনয় করছেন জনপ্রিয় টেলি অভিনেত্রী আরাত্রিকা মাইতি। তাঁর বিপরীতে নায়ক হলেন ইন্দ্র, যিনি ‘কে আপন কে পর’ খ্যাত অভিনেতা বিশ্বজিৎ ঘোষ। নায়িকা মিতুলের চরিত্রটি বেশ প্রিয় দর্শকদের।

সম্প্রতি ‘খেলনা বাড়ি’ একলাফে এগিয়েছে বেশ কয়েক বছর। মিতুল-ইন্দ্রের মেয়ে গুগলি বড় হয়ে গিয়েছে আর ছেলে আদর এখনও নিখোঁজ। শুরু থেকেই আমরা দেখে এসেছি মিতুলের অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর স্বভাব মুগ্ধ করেছে দর্শক। পর্দার দাপুটে নায়িকা মিতুল মুখের ওপর সর্বদা সত্যি কথা বলতে ভালোবাসে।

আর এইভাবেই অল্পদিনেই পর্দার প্রতিবাদী মিতুল দর্শকদের কাছে খুবই প্রিয় উঠেছে। তবে খেলনা বাড়ির সেই মিতুল বাস্তবে কেমন? তাই জানা গেল মিতুলের মুখে। ধারাবাহিকে মিতুলের বয়স বেড়ে গেলেও, বাস্তবে সে দ্বাদশ শ্রেণীর ছোট্ট মেয়ে। আর তাই সেটা সকলের সঙ্গে দিব্বি হাসি-মজাতেই চলে তাঁর। মেয়ে গুগলির সঙ্গে ভালো বন্ধুত্বও হয়েছে।

বর্তমানে ‘খেলনা বাড়ি’র টিআরপি কমলেও তাঁদের মধ্যে তেমন কোনো দুঃখের ছাপ পড়েনি। সেটা কারোর মধ্যেই কারোর বিবাদ নেই। সবাই বেশ হাসি-খুশিতেই দিন কাটায়। শুটিং শেষে একসঙ্গে টিফিনও খায়। বলতে পারা যায়, গোটা সেট এক পরিবারের মতো। পাশাপাশি ইন্দ্রের সম্পর্কে বলতে গিয়ে অরিত্রিকা বলেন, ইন্ডাস্ট্রিতে বিশ্বজিৎ দার বয়স বহু বছর, সেখানে তাঁর বয়স মাত্র আড়াই বছর।

তাই প্রথমদিকে বেশ ভয় পেয়েন নায়ককে। আর তাই ফোনেও ‘রাগী ছেলে’ বলে সেভ করে রেখেছেন তিনি। তবে বর্তমানে তাঁদের বেশ ভালো বন্ধুত্ব হয়েছে। পাশাপাশি ধারাবাহিকে রণ মিতুলের চির শত্রু হলেও বাস্তবে তারা খুবই ভালো বন্ধু। তবে অস্মিতাদি না থাকলে মিতুলের একটু মনখারাপ হয়। কারণ মেকআপ রুমটা জমিয়ে রাখে অস্মিতাদি অর্থাৎ লাহিড়ি বাড়ির কলি।

Piya Chanda

                 

You cannot copy content of this page