জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

রাগী আন্টি আর নিজের মা মিলে উর্মির জীবন বাঁচানোর জন্য প্রার্থনা করতে গেল চার্চ, মন্দির ও মসজিদে! ‘অসাধারণ সর্বধর্ম সমন্বয় দেখলাম’, বিস্মিত আমাদের এই পথের অনুরাগীরা

বাংলা ধারাবাহিক মানে আমাদের কিছু না কিছু শিখিয়ে দেয়। কখনো-সখনো সেটা হয় কাঁচি দিয়ে বম্বের তার কাটা। আবার কিছু সময় দেখানো হয় বাড়ির বউ এর পরিবারের ব্যবসায় হইহই করে যোগদান করা। ভালো-মন্দ মিশিয়ে এগোতে থাকে বাংলা সিরিয়াল।

জি বাংলার আমাদের এই পথ যদি না শেষ হয় ধারাবাহিকটি বেশ শিক্ষণীয়। এখানে এমন অনেক জিনিস দেখানো হয়, যা দেখে অনেক শিক্ষা পায় সাধারণ মানুষ। কিছুদিন আগেই পণপ্রথার বিরুদ্ধে সোচ্চার হয়ে উঠেছিল মুমু আর উর্মি। আর এখন এমন একটি দৃশ্য দেখানো হল ধারাবাহিকে যা দেখে মন ভরে গেছে দর্শকদের।

উর্মির সুস্থতা কামনায় উর্মির মা আর রাগী আন্টি একসঙ্গে গেল প্রার্থনা করতে‌‌। সেখানে দেখানো হল তারা চার্চ, মন্দির আর মসজিদে গেছে। এই সর্বধর্ম সমন্বয়ের দৃশ্য মন ভরিয়ে দিয়েছে দর্শকদের‌। তারা বলছেন এভাবেই এগিয়ে যাক ধারাবাহিক।

Piya Chanda

                 

You cannot copy content of this page