জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

অনিকেতের থেকে সরাতে হবে তাই খড়িকে দামী ফোন দিলো ঋদ্ধি যাতে সারাক্ষণ নিজে কথা বলতে পারে! ‘জিজু আমাদের জেলাস’, হাসছেন নেটিজেনরা

বর্তমানে বাঙালি দর্শকদের পছন্দের ধারাবাহিকের মধ্যে অন্যতম হলো স্টার জলসার গাঁটছড়া। অভিনেত্রী সোলাঙ্কি রায় এবং অভিনেতা গৌরব চট্টোপাধ্যায়ের দুটি প্রথমবার ছোট পর্দায় রীতিমতো জমে গেছে।

ধারাবাহিকে সবকটি চরিত্রই দর্শকদের খুব পছন্দের। তবে খড়ি এবং ঋদ্ধি হলো মূল চরিত্র যাদের নিয়ে এখন গল্প আবর্তিত হচ্ছে। টিআরপি তালিকাতেও বেশ ভাল ফলাফল করছে এই ধারাবাহিক।

প্রতি সপ্তাহে বেশ ভালো স্থানে রয়েছে। এবার এলো জামাইষষ্ঠী পর্ব। গাঁটছড়া ধারাবাহিকে এবার সপ্তাহজুড়ে চলবে জামাইষষ্ঠীর উদযাপন।

অন্যদিকে সিংহ রায় পরিবারের উপরে ঝড় বয়ে যাচ্ছে। পুরোনো গ্রাহকের মেয়ের বিয়ের গয়না চুরি হয়ে গেছে। কে চুরি করেছে তা জানা যাচ্ছে না। যদিও প্রত্যেকেই সন্দেহ করছে রাহুল আর দ্যুতিকে। তাই তাদেরকে বাড়ি থেকে বের করে দেওয়া হয়েছে। কিন্তু খড়ি মনে করে তারা সম্পূর্ণভাবে দোষী নয়। কারণ তারা পুরো দোষ করলে ইতিমধ্যে গয়না নিয়ে বাড়ি ছেড়ে পালিয়ে যেত। অন্যদিকে নিজের স্বামীকে সে এই ব্যাপারটি বুঝিয়েছে। অভাব শুধুমাত্র উপযুক্ত প্রমাণের।

এদিকে খড়ি ও স্বামীর জন্য জামাইষষ্ঠীর নেমন্তন্ন আসে। তারা নেমন্তন্ন রক্ষা করতে যায়। সেখানে রাহুল এবং দ্যুতিকে দেখে অবাক হয়। এসবের মাঝেই আবার রাহুল অন্য প্ল্যান করতে ব্যস্ত। ইতিমধ্যে নতুন প্রোমো চলে এসেছে।

সেখানে খড়ি এবং ঋদ্ধি দুজনের প্রেম জমে উঠেছে। আস্তে আস্তে দুজন একে অপরের কাছাকাছি আসছে। অন্যদিকে ধারাবাহিকের ফ্যান পেজ থেকে আগামী পর্বের একটি ভিডিও আপলোড করা হয়েছে যা এই মুহূর্তে ভাইরাল হয়ে গেছে। তাতে দেখা যায় জামাই ষষ্ঠী উপলক্ষে নিজের স্ত্রীর জন্য একটি নতুন উপহার এনেছে ঋদ্ধি। এটি হলো একটি নতুন ফোন।

উপহারটি দিয়ে ঋদ্ধি নিজের স্ত্রীকে জানায় এর মাধ্যমে একে অপরের সঙ্গে যোগাযোগ করতে পারবে তারা। উত্তরে খড়ি বলে যোগাযোগ রাখার জন্য ফোনের প্রয়োজন নেই তার জন্য মন দরকার। দুজন দুজনের মনের কাছাকাছি থাকলেই সব কিছু টের পাওয়া যাবে। এতেই আভাস পাওয়া গেল যে একে অপরকে এবার ভালবাসতে শুরু করেছে দুজনে।

Piya Chanda

                 

You cannot copy content of this page