জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

ঋদ্ধিমানের নিজেকে নির্দোষ প্রমাণ করার লড়াইয়ে পাশে দাঁড়ালো খড়ি, ‘খড়ি-জিজু মিলে এবার দ্যুতি-রাহুলকে বাটনা বাটবে রে’, আবেগে লাফাচ্ছেন ঋদ্ধি খড়ির ভক্তরা!

স্টার জলসার এখনকার টপার সিরিয়াল হলো গাঁটছড়া।বর্তমানে চ্যানেল লিড করছে এই ধারাবাহিক তবে অনেকটাই লড়াই করতে হবে এই ধারাবাহিককে কারণ গৌরী এলো এই সপ্তাহে ছুঁয়ে ফেলেছে গাঁটছড়া কে। সামনে আসতে চলেছে টানটান উত্তেজনা মূলক গল্প।

আমরা দেখেছি জামাইষষ্ঠীর দিন কীভাবে রাহুল আবার ফাঁসিয়ে দিয়েছে ঋদ্ধিমানকে।খড়িদের পৈতৃক বাড়ি নাকি ঋদ্ধিমান অন্যায় ভাবে বিক্রি করে দিয়েছে প্রোমোটারের কাছে, এরকমটাই দাবি করেছে সেই প্রোমোটার এবং রাহুল।আকাশ থেকে পড়েছে ঋদ্ধিমান এবং স্বাভাবিক ভাবেই ভট্টাচার্য্য বাড়ির সকলের সন্দেহ গিয়ে পড়েছে ঋদ্ধিমান এর দিকে। ঋদ্ধিমান অসহায় হয়ে খড়ির দিকে তাকিয়ে আছে।

তবে আগামী কাল দেখা যাবে মিষ্টি একটা পর্ব। এখানে খুবই স্পষ্ট করে জানিয়ে দিয়েছে যে সে কোনোমতেই বিশ্বাস করেনা ঋদ্ধিমান এই কাজটা করতে পারে। ঋদ্ধিমান নিজেকে নির্দোষ প্রমাণ করার জন্য যে লড়াই লড়বে তার জন্য পাশে থাকবে খড়ি‌। ঋদ্ধিমানের চোখে জল চলে আসে এই কথা শুনে।

এই অংশটুকু দেখে দর্শকরাও যথেষ্ট আশাবাদী। ঋদ্ধিমান আর খড়ির মধ্যে যে একটু একটু করে ভালোবাসা গড়ে উঠছে।একথা স্পষ্ট। এখন দর্শকরা চাইছেন রাহুল আর দ্যুতি আবার ধরা পড়ুক।

Piya Chanda

                 

You cannot copy content of this page