জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

ওগো বধূ সুন্দরীর মতো কাজ আর বাংলায় হয় না! এখন শুধুই পরকীয়া, বাংলা টেলিভিশনে ফেরা নিয়ে কি বললেন ঋতাভরী?

বাংলার বিনোদন জগত সময়ের সঙ্গে বদলাচ্ছে। সিনেমা, সিরিয়াল ও ওটিটি প্ল্যাটফর্মের সংযোগে অভিনেতারা নতুন নতুন দিগন্ত খুলছেন। মেগা সিরিয়াল একসময় ঘরে ঘরে বিনোদনের প্রধান মাধ্যম হলেও এখন ওটিটি এবং বড়পর্দার প্রতি দর্শকের ঝোঁক বেড়েছে। তবে টেলিভিশনের তারকাদের জনপ্রিয়তা এখনও অটুট। এর মধ্যেই ছোট পর্দার একসময়ের সুপারহিট অভিনেত্রী ঋতাভরী চক্রবর্তী (Ritabhari Chakraborty) কেন আর সিরিয়ালে কাজ করছেন না, তা নিয়ে অনুরাগীদের কৌতূহল ছিল প্রবল। অবশেষে অভিনেত্রী নিজেই জানালেন কারণ।

ঋতাভরী চক্রবর্তী টলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী। অভিনয় জীবনের শুরু হয়েছিল স্টার জলসার ‘ওগো বধূ সুন্দরী’ (Ogo Bodhu Sundari) সিরিয়াল দিয়ে, যা তাঁকে রাতারাতি সবার পরিচিত করে তোলে। সিরিয়ালের দৌলতে তিনি দর্শকদের মনে স্থায়ী জায়গা করে নেন। এরপর সিনেমা ও ওটিটিতে তাঁর অভিষেক ঘটে। ‘ব্রহ্মা জানেন গোপন কম্মটি’ (Brahma Janen Gopon Kommoti) ‘ফাটাফাটি’র (Fatafati) মতো ছবিতে অভিনয় করে প্রশংসিত হয়েছেন তিনি।

শুধু অভিনয় নয়, সমাজসেবার কাজেও তিনি যুক্ত। তাঁর সংস্থা ‘SCUD’ মেয়েদের শিক্ষার জন্য কাজ করে। বলিউডেও তিনি নিজের পরিচিতি তৈরি করেছেন। ‘পরী’ (Pari) সিনেমায় অনুষ্কা শর্মার সঙ্গে স্ক্রিন শেয়ার করেছেন তিনি। এছাড়াও একাধিক হিন্দি মিউজিক ভিডিও ও শর্ট ফিল্মে কাজ করেছেন। তাঁর অনুরাগীরা অপেক্ষায় ছিলেন, কবে আবার ছোট পর্দায় ফিরবেন তিনি। অবশেষে এই বিষয়ে মুখ খুললেন অভিনেত্রী।

ঋতাভরী স্পষ্ট জানান, আপাতত টেলিভিশনে ফেরার কোনো পরিকল্পনা নেই তাঁর। তিনি বলেন, “ওগো বধূ সুন্দরীর মতো সিরিয়াল আর ক’টা হয়েছে? তেমন মানসম্পন্ন কাজ দেখছি না, তাই ফেরা হচ্ছে না।” এছাড়াও তিনি জানান, ছোট পর্দার কাজে দীর্ঘ সময় ব্যস্ত থাকতে হয়, যা তাঁর পক্ষে সম্ভব নয়। ফিল্ম কেরিয়ার, সমাজসেবা এবং ব্যক্তিগত জীবনের মধ্যে ভারসাম্য রাখতে গিয়ে টেলিভিশনে কাজ করা কঠিন হয়ে পড়েছে। তাই তিনি আপাতত বড়পর্দা ও ওটিটিতেই মন দিতে চান।

তবে অনুরাগীদের জন্য সুখবর রয়েছে! জানা গিয়েছে, এই বছর ডিসেম্বরে ঋতাভরী বিয়ে করতে চলেছেন। বহুদিন ধরেই তিনি বলিউড লেখক সুমিত অরোরার (Sumit Arora) সঙ্গে সম্পর্কে রয়েছেন। এবার তাঁদের সম্পর্ক পরিণতি পেতে চলেছে। বিয়ের অনুষ্ঠান হবে ঘনিষ্ঠ বন্ধু ও পরিবারের সদস্যদের নিয়ে, তবে রাজকীয়ভাবেই। অনুরাগীরা অবশ্য আশায় রয়েছেন, হয়তো ভবিষ্যতে আবার ছোট পর্দায় দেখা যাবে তাঁদের প্রিয় অভিনেত্রীকে।

Piya Chanda

                 

You cannot copy content of this page