Connect with us

Bangla Serial

সহচরী সমরেশ একে অপরের কাছাকাছি আসছে! কিন্তু সমরেশের বিরুদ্ধে মারাত্মক অভিযোগ আনলো ‘মেয়ে’ বরফি, ভাইরাল নতুন প্রোমো

Published

on

Sohochori Samaresh

স্টার জলসার অন্যতম জনপ্রিয় ধারাবাহিক হয়ে উঠেছে আয় তবে সহচরী। ধারাবাহিকের মাধ্যমে দীর্ঘদিন পরে ছোটপর্দায় কামব্যাক করলেন অভিনেত্রী কনীনিকা বন্দোপাধ্যায়। ধারাবাহিকটি শুরু হয়েছিল একজন মধ্যবয়সী গৃহবধূর উচ্চশিক্ষা লাভের বিষয়কে কেন্দ্র করে। কিন্তু পরে তার মধ্যে পরকীয়া ও সাংসারিক কুটকাচালি ঢুকে পড়েছে।

তবে সম্প্রতি ধারাবাহিকের পর্ব বেশ ভালো লেগেছে দর্শকদের। কারণ লম্পট বরকে ফেলে এগিয়ে সহচরী নিজের পরিচয় তৈরি করার উদ্দেশ্যে রেডিও স্টেশনে কাজ করতে চায়। কিন্তু এই মুহূর্তে ধারাবাহিকের গল্পে আবার এসেছে পরিবর্তন।

আবার কাছাকাছি এসেছে সমরেশ এবং সহচরী। যদিও নেটিজেনদের একটি বড় অংশ মনে করছেন সমরেশের সঙ্গে আর সংসার করা উচিত নয় সহচরীর। অনুগামীরা জানাচ্ছেন হয়তো সত্যিই পরিবর্তন এসেছে সমরেশের মধ্যে এবং তাকে দ্বিতীয়বার সুযোগ দেওয়া উচিত সহচরীর।

এবার সমরেশের বিরুদ্ধে ধারাবাহিকের নেতিবাচক চরিত্র দেবীনার সন্তান নষ্ট করার অভিযোগ এনেছে বরফি। এর থেকে আন্দাজ করা যাচ্ছে এবার একটি বড় পর্ব আসতে চলেছে। এদিকে সমরেশের চারিত্রিক পরিবর্তন দেখতে উৎসুক দর্শকরা।