কানাঘুষোয় সরগরম টেলিভিশন মহল টেলিভিশনের পর্দায় কিছু মুখ এমনই প্রভাব ফেলে যে দর্শক তাঁদের দীর্ঘদিন না দেখলেও ভুলতে পারেন না। অফিসফেরতা সন্ধ্যা হোক বা রবিবারের দুপুর—সেই চেনা মুখগুলো আবার ফিরে আসবে কি না, সেই প্রশ্নই ঘুরপাক খায় হাজারো দর্শকের মনে। অভিনেতা বা অভিনেত্রীদের পুরনো কাজের স্মৃতি রোমন্থন করে অনেকেই অপেক্ষায় থাকেন, কবে আবার সেই পরিচিত অভিব্যক্তি দেখা যাবে পর্দায়।
সম্প্রতি এমনই এক সম্ভাবনা ঘিরে উত্তেজনা ছড়িয়েছে টলিপাড়ায়। শুভস্মিতা মুখোপাধ্যায় এবং সৌরভ চক্রবর্তী—দু’জনেই ছোটপর্দার পরিচিত মুখ। শুভস্মিতা আগে ‘হরগৌরী পাইস হোটেল’-এ অভিনয় করে প্রশংসা কুড়িয়েছিলেন, অপরদিকে সৌরভ দীর্ঘদিন টিভির পর্দা থেকে দূরে।
তবে সোশ্যাল মিডিয়ায় শুরু হয়েছে কানাঘুষো, নতুন এক ধারাবাহিকে দেখা যেতে পারে এই দু’জনকে একসঙ্গে। যদিও এতদিন এই বিষয় নিয়ে কেউই প্রকাশ্যে কিছু বলেননি। এই গুঞ্জন আরও জোরদার হয়েছে সম্প্রতি সৌরভ চক্রবর্তীর এক মন্তব্যকে কেন্দ্র করে।
তাঁকে যখন এই প্রসঙ্গে প্রশ্ন করা হয়, তিনি স্পষ্টভাবে বিষয়টি অস্বীকার না করে বলেন, ‘‘আমার কাছেও এরকম খবর আসছে। তবে যতক্ষণ না সব চূড়ান্ত হচ্ছে, ততক্ষণ কিছুই বলা সম্ভব নয়।’’’ অর্থাৎ প্রস্তাব যে এসেছে, তা মেনেই নিচ্ছেন অভিনেতা। তবে এখনই কিছু জানাতে নারাজ তিনি। এই উত্তরে নতুন করে শুরু হয়েছে জল্পনা—তাহলে কি সত্যিই ফিরছেন তিনি ছোটপর্দায়?
আরও পড়ুনঃ ‘চিরদিনই তুমি যে আমার’-এ নয়া মোড়! অপর্ণাকে নিজের ভালোবাসার কথা বলেই ফেলল আর্য! শেষ পর্যন্ত কি পরিণতি পাবে তাদের অসমবয়সি ভালোবাসা?
সব দিক মিলিয়ে এখন টেলিপাড়া অপেক্ষায় আছে চূড়ান্ত সিদ্ধান্তের। নির্মাতারা নাকি সৌরভ ও শুভস্মিতাকে নিয়েই ভাবনাচিন্তা করছেন নতুন ধারাবাহিকের জন্য। যদিও শেষ মুহূর্তে পরিবর্তন হতেও পারে—তাই দর্শকদের আপাতত ধৈর্য ধরে অপেক্ষা করা ছাড়া উপায় নেই। তবে সৌরভ যদি সত্যিই রাজি হন, তা হলে এই জুটির প্রত্যাবর্তন নিঃসন্দেহে টেলিপর্দায় এক বড় চমক হতে চলেছে।