জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

অবশেষে ছাদনাতলায়, দীর্ঘ প্রেম পর্বের পর এবার গাঁটছড়া বাঁধছেন শ্বেতা-রুবেল, কবে বিয়ে? তারিখ জানালেন নায়িকা

টলিপাড়ায় (Tollywood ) এখন নিত্যদিন‌ই চলছে সম্পর্কের ভাঙা-গড়ার খেলা। এই হয়ত আজ এই নায়ক-নায়িকার মধ্যে রয়েছে গভীর প্রেম, আবার পরমুহূর্তেই জানতে পারবেন সেই প্রেম ভেঙে চুরমার হয়ে গেছে। তবে বলাই বাহুল্য সবার সম্পর্ক যে ভাঙে এমনটা কিন্তু একেবারেই নয়। কারর কারর সম্পর্ক টিকে যায় এবং তা দীর্ঘ স্থায়ী হয়।

কিন্তু তাৎপর্যপূর্ণভাবে, টলি পাড়ায় খুব কম সম্পর্কই আছে যা প্রেম থেকে দাম্পত্যে গড়িয়েছে। আবার সেই দাম্পত্য জীবন সফল হয়েছে। আবার গভীর প্রেম থেকে বিয়ে পর্যন্ত যাওয়ার প্রতিশ্রুতি দিয়েও কত যে সম্পর্ক ভেঙেছে তার ইয়াত্তা নেই। আবার প্রেম থেকে দাম্পত্যে পৌঁছেও সম্পর্ক ভেঙে যাওয়ার উদাহরণ রয়েছে।

আর এবার কাজ করতে এসে প্রেমে পড়া এমনই এক জুটি বাঁধতে চলেছে ঘর। টলিপাড়ার জনপ্রিয় দুই মুখ রুবেল এবং শ্বেতা প্রেম করছেন বেশ অনেকদিন। দুজনেই এই মুহূর্তে অভিনয় করছেন জি বাংলার সফল দুটি ধারাবাহিক নিম ফুলের মধু এবং কোন গোপনে মন ভেসেছেতে। কোনদিনই নিজেদের প্রেম নিয়ে লুকোচুরি করেননি এই জুটি। নিজেদের ভালোবাসার ইজহার করেছেন প্রকাশ্যেই।

শ্বেতার সঙ্গে নিজের সম্পর্কের কথা স্বীকার করে রুবেল জানিয়েছিলেন, জি বাংলার সফল ধারাবাহিক যমুনা ঢাকি শুরুর অনেক আগে থেকেই পরিচয় ছিল তাদের। বারাসাতে একই নাচের গ্রুপে নাচ শিখতেন তারা আর সেখান থেকেই পরিচয়। একে অপরের সঙ্গ চুটিয়ে উপভোগ করছেন তারা। আর দীর্ঘ প্রেম পর্বের পর এবার চার হাত এক হবার পালা।

তা কবে বিয়ে এই জুটির? এই যে বিষয়ে সম্পর্কে একটি সাক্ষাতকারে অভিনেত্রী কার্যত বিয়েতে তারিখের কথাই উল্লেখ করে ফেলেছেন। কি বলেছেন অভিনেত্রী? সেই সাক্ষাৎকারে অভিনেত্রী জানিয়েছেন, অনেকগুলো তারিখ নিয়ে কথা চলছে। তারিখ ফাইনাল হলে সকলকে জানিয়ে দেব। কেনাকাটা করা এখনও বাকি রয়েছে। যদিও ২০২৪ সালে নয় ২০২৫ সালে বিয়ে করার কথা শ্বেতা-রুবেলের।

TollyTales NewsDesk

                 

You cannot copy content of this page