জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

Nanda-Sid: আগের বছর তো নন্দা সিডকে রাখী পরিয়ে ছিল, এবছরে দিদিয়া সিডকে রাখী পরালে অদ্ভুত লাগবে! পুরনো বিতর্ক আবার মাথাচাড়া দিয়ে উঠল সোশ্যাল মিডিয়ায়

আজকে মিঠাইয়ে হবে রাখি বন্ধন উৎসব তবে রাখি নিয়ে এবারে মিঠাইয়ের ভক্ত সরি মিঠাইয়ের নিন্দুকদের মধ্যে তৈরি হয়েছে নতুন সমালোচনা। গত বছর ২২ আগস্ট দেখানো হয়েছিল মিঠাইয়ের রাখি বন্ধন স্পেশাল এপিসোড তবে এই বছর কোন স্পেশাল এপিসোড হবে না কিন্তু উৎসব পালন হবে যার হিন্ট আমরা গতকাল পেয়েছি।

images 7

গত বছর আমরা দেখেছিলাম সিটকে শ্রীতমা নিপা নন্দা রাখি পরিয়ে উপহার হিসেবে বলেছিল সিড যেন মিঠাইকে নিজের বউ হিসেবে মেনে নেয়। আজ এক বছর পর সেই রাখি উৎসবের দিনে মিঠাইকে নিজের চোখে হারাচ্ছে সিদ্ধার্থ। অনেক কষ্টে বউকে মৃত্যুর মুখ থেকে ফিরিয়ে এনেছে সে আর কিছুতেই যেতে দেবে না। তবে এবার নিপা আর শ্রীতমা সিডকে রাখি বাঁধলেও নন্দার রাখি বাঁধা নিয়ে তৈরি হয়েছে সংশয়।

IMG 20220811 WA0035

বিগত দুমাস ধরে একটা জল্পনা সোশ্যাল মিডিয়ার প্রচুর চলেছে যে নন্দা এবং সিডের মধ্যে প্রেমের সম্পর্ক রয়েছে এবং তার কারণেই দুজনের সঙ্গে মিঠাইয়ের কথা বন্ধ। যদিও কেউ কিছু স্বীকার করে না তবুও কিছুতো একটা ঘটেছে তিনজনের মধ্যে। সিড আর নন্দা বাস্তব জীবনে খুবই কাছাকাছি এসেছে। সেটা দুজনের জন্মদিনেই বোঝা গেছে।

তাই এবার অনেকেই বলছেন যে যখন নন্দা সিডকে রাখি পরাবে পর্দায় তখন দেখতেও যেন কেমন লাগবে। তাদেরকে আর ভাই বোন কল্পনাই করা যাচ্ছে না। এইটা নিয়ে সোশ্যাল মিডিয়ায় আবার মজা করা শুরু হয়ে গেছে, গত বছরের ফটো ভাইরাল এখন।

Nira

                 

You cannot copy content of this page