জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

বিপদে পড়ল পিলু! সোমদা তো পিলুতেও বিয়ে করে ফেললো দুম করে! এবার কী হবে?

বর্তমানে বাংলা সিরিয়াল গুলি বাঙালির বিনোদনের অন্যতম মাধ্যম। তাই সন্ধ্যে হলেই টিভি খুলে বসে পড়ে বাঙালি দর্শক। এখন তো আবার নতুন সিরিয়ালের ঝুড়ি। একের পর এক নতুন সিরিয়াল আসছে চ্যানেলগুলিতে। বৌমা একঘর ধারাবাহিকে যেমন রয়েছে আনন্দ আর মজা তেমনি লালকুঠি ধারাবাহিকে রয়েছে রহস্য।

অন্যদিকে গান কে কেন্দ্র করে তৈরি হয়েছে একটি ধারাবাহিক যার নাম পিলু। মেঘা দাঁ রয়েছে এই মূল চরিত্রে। এখনো কি যা দেখা দিয়েছে সেই অনুযায়ী বেশ ভাল ফলাফল করেছে এই ধারাবাহিক। তবে আগামী সপ্তাহে বৌমা একঘর ধারাবাহিকের সঙ্গে এর জোরদার টক্কর হতে পারে। সেটা টিআরপি ফলাফল দেখলেই বোঝা যাবে।

এর মধ্যে দেখা গিয়েছে যে মিঠাই এবং পিলু ধারাবাহিকের চরিত্রের অদল বদল হয়েছে। পিলুতে দেখা গেলো মিঠাইয়ের সোমদাকে। আবার মিঠাইয়ে এসেছে আহিরের বাবা। কিন্তু বদলায়নি সোমদার চরিত্র। সেটা নিয়ে সোশ্যাল মিডিয়ায় এবার চরম কটাক্ষ রয়েছে।

pic

গতবছর লক্ষ্মী পুজোর সময় তোর্সাকে বিয়ে করে মোদক পরিবারে আসে সোমদা। টেসবুড়ি নিজের সুবিধে দেখেই বিয়ে করে। তবে সোমদা তাকে সত্যি ভালোবাসে। পিলুতে রঞ্জাকে নিয়ে করেছে মল্লার। বড় ম্যাডামের সব সম্পত্তি তার আগে নিজের নামে করে নিয়েছে সে। এই দুটো চরিত্রকে মিলিয়ে তুলনা করেই দর্শক বলছে যে এই ধ্রুব সরকারের চরিত্র আর বদলাবে না।

Piya Chanda

                 

You cannot copy content of this page