Bangla Serial
Soumitrisha Kundoo: আজ আর আগামীকাল টলিপাড়া পুরো ছুটি!কেমনভাবে ছুটি কাটাল সৌমিতৃষা, তার প্ল্যান জানলে হাসিও পাবে, মায়াও লাগবে

আজ রবিবার আর স্বাধীনতা দিবসের আগের দিন। আগামীকাল সোমবার স্বাধীনতা দিবস এবং সপ্তাহের প্রথম দিনে সমস্ত অফিসে ছুটি জরুরী পরিষেবা বাদে। বিনোদন জগতের মানুষরাও শুটিং থেকে ছুটি পাবেন কাল। সকলেই নানা রকম ভাবে প্ল্যান করছেন কিভাবে ছুটি কাটাবেন। অনেকেই বেরিয়ে পড়েছেন যেমন আমাদের এই পথ যদি না শেষ হয় এর বগলাকাকি এখন পাহাড়ে রয়েছেন। অনেকেই কাছে পিঠে ঘুরতে গেছেন।
অনেকদিন পর টানা পর পর দুদিন ছুটি পেয়েছে মিঠাই। এবার সে কেমন করে ছুটি কাটাচ্ছে নিজের মুখেই সেটা স্বীকার করলো। তার প্ল্যানিং শুনে আপনার হাসিও পাবে আবার মায়াও লাগবে। আপনি বুঝতে পারবেন যে কতটা টায়ার্ড থাকেন শিল্পীরা। যেখানে দিনে ১৪ ঘণ্টার উপর শুটিং করতে হয় রোজ সেখানে সত্যিই অনেকটা চাপ পড়ে শিল্পীদের উপর আর যারা প্রধান চরিত্রে অভিনয় করে তাদের উপর তো চাপ আরো বেশি।
একটু আগে মিঠাই একটা স্টোরি পোস্ট করেছে যেখানে লিখেছে যে দু দিন ছুটি পেয়েছিলাম, তার মধ্যে একদিন তো ঘুমিয়েই কেটে গেল। আসলে আজ আর আগামীকাল মিঠাইয়ের ছুটি।সারাদিন বৃষ্টি পড়ছে তাই মিঠাইয়ের আজকে সারাদিন ঘুমিয়ে কেটে গেছে। আশা করা যাচ্ছে আগামীকাল হয়তো নিজের বন্ধু-বান্ধবদের সঙ্গে বার হবে মিঠাই রানী। স্বাধীনতা দিবসটা জমিয়ে উদযাপন করবে সে।
