জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

স্টার জলসা পরিবার অ্যাওয়ার্ডে বিশেষ সম্মান দেওয়া হল প্রয়াত অভিষেককে! হাজির ছিলেন স্ত্রী ও কন্যা

সদ্য প্রয়াত হয়েছেন টলিউড অভিনেতা অভিষেক চট্টোপাধ্যায়। অভিনেতার এই অকাল মৃত্যু মেনে নেওয়া যাচ্ছে না এমনই দাবি করেছেন তাঁর ইন্ডাস্টি সহকর্মীরা এবং পরিবার।মাত্র 58 বছর বয়সে হৃদরোগে আক্রান্ত হয়ে ঘুমের মধ্যেই মৃত্যু হয়েছে অভিষে

কের। এবার সেই অভিনেতার জন্য বিশেষ সম্মানের আয়োজন করল স্টার জলসা পরিবার অ্যাওয়ার্ড।

দুঃখের বিষয় নায়ক সশরীরে সেখানে হাজির থাকতে পারেননি তবে তার হয়ে সে সম্মান গ্রহণ করলেন তাঁর স্ত্রী এবং কন্যা।

সংযুক্তা চট্টোপাধ্যায় এবং সাইনাকে সেখানে ওই অবস্থায় দেখে চোখের জলে ভাসলো নেটপাড়া। পার্পল মুভি টাউনে অনুষ্ঠিত হয়েছে এই বিখ্যাত অ্যাওয়ার্ড শো। সেখানে এই বিশেষ সম্মাননা প্রদর্শন করা হলো এই অভিনেতার প্রতি। স্ক্রিন জুড়ে অভিষেক চ্যাটার্জী রয়েছেন এবং ছবির তলায় লেখা রয়েছে তাঁর জন্ম সাল। তবে মৃত্যু সাল দেওয়া নেই সেখানে লেখা রয়েছে চিরন্তন অর্থাৎ ফরএভার। সত্যিই সকলের হৃদয়ে চিরকালের জন্যই স্থান পেলেন অভিষেক চট্টোপাধ্যায়।

Abhishek Chatterjee 4

নায়ক এর মৃত্যুর জন্য নয় মৃত্যুর আগেও নায়ক যে কয়টি সিনেমায় অভিনয় করেছেন তার জন্যে যথেষ্ট জনপ্রিয় ছিলেন তিনি দর্শকদের মনে। তবে হঠাৎ করে তাঁর সিনেমা থেকে বিরতি নেওয়ার কারণ অস্পষ্ট ছিল। এরপরে আবার হঠাৎ করে ছোট পর্দায় ফিরে আসেন অভিষেক। সেখানেও ছোটপর্দা কাঁপিয়ে দিয়েছিলেন তিনি ধারাবাহিকে অভিনয় করে।

জীবনের শেষ দিন অবধি শুটিং করে গিয়েছেন অভিষেক। শেষ কাজ করেছেন একটি রিয়েলিটি শোয়ে। সেই অনুষ্ঠানে হাজির ছিলেন অভিষেকের স্ত্রী।

Piya Chanda

                 

You cannot copy content of this page