জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

কেমন পুরুষ চাই জীবনে? কাঞ্চন ঘনিষ্ঠ শ্রীময়ীর উত্তর লজ্জায় ফেলবে আপনাকেও

বিধায়ক অভিনেতা কাঞ্চন মল্লিকের সঙ্গে যেদিন থেকে নাম ছড়িয়েছে সেদিন থেকেই বরাবর চর্চায় টলিউড অভিনেত্রী শ্রীময়ী চট্টরাজ। ‘কৃষ্ণকলি’র খলনায়িকাকে পর্দার মতো বাস্তবেও নিজের জীবনে খলনায়িকার তকমাই দিয়েছিলেন কাঞ্চনের স্ত্রী পিঙ্কি। তা নিয়ে জলঘোলা কম হয়নি।

তবে সেই অধ্যায় এখন অতীত। কিছুদিন আগেই দুজন ভাইরাল হয়েছেন কাঞ্চনের জন্মদিন উপলক্ষে। অভিনেতার জন্মদিনে এমন সাজে অভিনেত্রী পোস্ট করেছিলেন যে অনেকেই ভেবেছিল বিয়ে করে ফেলেছেন এই দম্পতি। অবশ্য তার পরেও ছবি সামনে এসেছে ওই জন্মদিনের।

এবার নিজের পছন্দের পুরুষের ব‍্যাপারেও মুখ খুলতে শোনা গেলো এই নায়িকাকে।
কয়েক বছর আগে দিদি নাম্বার ওয়ানে এসে নিজের মনের কথা ফাঁস করেছিলেন শ্রীময়ী।

সম বয়সী হলে চলবে না। নিজের থেকে বয়সে বড় সঙ্গী চাই। এমন পুরুষকে কি তিনি পেয়েছেন? এই উত্তর অবশ্য পাওয়া যায়নি। তবে নায়িকার এই উত্তরকে কেন্দ্র করেই কাঞ্চনের সঙ্গে তাঁর সম্পর্ক নিয়ে জোরদার জল্পনা চলছে।

অভিনেতা কাঞ্চনের জন্মদিনে কাছে নেই তাঁর স্ত্রী। এদিকে বিধায়কের কোমর জড়িয়ে ছবি তুলেছেন এই অভিনেত্রী। সেই ছবি ভাইরাল হতেই আবার শোরগোল উঠেছে নেট দুনিয়ায়। শ্রীময়ীর কারণেই কি তিক্ত হয়েছে কাঞ্চন এবং তাঁর স্ত্রীর সম্পর্ক?

Piya Chanda

                 

You cannot copy content of this page