জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

‘শ্রীময়ী যখন রোহিতদাকে বিয়ে করেছিল তখন কত কথা, এখন যে মিঠাই শ্বশুরের বিয়ে দিচ্ছে তার বেলা?’, মিঠাই ভক্তদের উপর রেগে লাল শ্রীময়ী ভক্তরা! শুরু হলো পুরনো যুদ্ধ

সকাল থেকেই মোটামুটি মিঠাইয়ের নতুন প্রোমো নিয়ে হুলুস্থুল পড়ে গেছে। নতুন শাশুড়ি পেয়েছে মিঠাই। এই হল গল্প যেখানে সিদ্ধার্থ নিজে উদ্যোগ নিয়ে নিজের বাবা সমরেশ আর অনুরাধা ম্যামের বিয়ে দেওয়া করাবে। পরিবারের সকলের সম্মতি নিয়েই হবে সবকিছু। আর এরপর থেকে বিতর্কের বন্যা বইছে সোশ্যাল মিডিয়ায়। এমনকি এর মধ্যে শ্রীময়ীকেও টেনে আনা হয়েছে।

শ্রীময় ী একদম শেষের দিকে রোহিত সেনকে বিয়ে করেছিল। সেই নিয়ে কম সমালোচনা হয়নি। শ্রীময়ী কে অনেক কথা শুনিয়েছিলেন তখন মিঠাই ভক্তরা এমনকি এটাও বলা হয়েছিল শ্রীময়ী রোহিত সেনকে বিয়ে করল বলেই শ্রীময়ীর টিআরপি কমে গেছে। যদিও শ্রীময়ীর ভক্তরা তখন বলেছিল যে রোহিত সেন এর সঙ্গে বিয়েটা দরকার ছিল সকলের জন্য একটা বার্তা দিতে। মেয়ে দিঠি তো একদম মেনে নেয়নি মায়ের এই সিদ্ধান্ত।

তবে মিঠাই এর ক্ষেত্রে ব্যাপারটা কিন্তু আলাদা। এখানে সমরেশের এত বয়সে এসে একটা সঙ্গী দরকার ছিল।তার উপর সমরেশের হঠাৎ বুকে ব্যথা উঠেছিল, সেই সময় অনুরাধা না থাকলে খুব বিপদ হতো তার। আর রাতুলের কথাতে মিঠাইয়ের মাথায় নতুন বুদ্ধি খেলে যায়। সে উচ্ছে বাবুকে শেষ পর্যন্ত রাজি করাবে আর বাবার ভালোর জন্যই সে নিয়ে আসবে নতুন মা’কে। এখানে পরিবারের সবাই রাজি। গল্প দুই ক্ষেত্রে আলাদা সম্পূর্ণ। সমরেশ বাবুর স্ত্রী মারা গেছে সেখানে অনিন্দ্য ফিরে আসতে চাইলেও শ্রীময়ী তাকে ডিভোর্স দিয়ে জুন আন্টিকে স্বামীর দ্বিতীয় বউ করে বাড়ি এনেছিল।

দুটো গল্প তাই সম্পূর্ণ ভিন্ন। তবুও শ্রীময়ী ভক্তরা ভীষণ রেগে আছেন মিঠাই ভক্তদের ওপর এবং যখনই এপিসোড গুলো দেখানো হবে তখন তাদের রাগ যে আরো বাড়বে সেটাই স্বাভাবিক।

Titli Bhattacharya

                 

You cannot copy content of this page