জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

Srijala-Soumi: মিঠাইকে কত ভালো ড্রেস দেওয়া হল, সৃজলাকে ফোটোশুটে পরতে হল চমকিলা স্কার্ট আর পাতি কালো বক্ষবন্ধনী! ‘মানছি না, মানবো না’, ক্ষোভ সৃজু ভক্তদের

গত দুদিন ধরে সোশ্যাল মিডিয়া উত্তাল রয়েছে দুই ভক্তগোষ্ঠীর মধ্যে লড়াইতে। আদৃত রায় এবং শন ব্যানার্জিকে নিয়ে ফ্যানেদের মধ্যে নোংরা লড়াই চলছে।এই তারকাদের নিজেদের মধ্যে কিন্তু সদ্ভাব রয়েছে তবে এদের ভক্তদের মধ্যে এত ঝামেলা কেন বোঝা যায় না। আর ভক্তরা একবার লড়াই শুরু করলে কোন রকম সীমারেখা টানে না, চলে যায় ব্যক্তিগত জীবনে। ‌ আর এবার ঝামেলা শুরু হল সৃজলা বনাম সৌমি ভক্তদের মধ্যে।

আনন্দলোক পত্রিকার পূজা বার্ষিকী সংখ্যা এবার টেলিভিশনের জনপ্রিয় তারকাদের নিয়ে ফটোশুট করা হয়েছে। আমরা দিব্যজ্যোতি দত্তকে দেখেছি তারপরে মিঠাই রানী কেও দেখতে পেয়েছি। আজ কিছুক্ষণ আগে সৃজলা তার নিজের ফটোশুট পোস্ট করেছেন এবং তারপর থেকেই সোশ্যাল মিডিয়ায় শুরু হয়েছে ঝামেলা। সৃজলা গুহ পরেছেন যা পোশাক, সেই নিয়ে উঠছে অনেক জল্পনা। বিশেষ করে মিঠাই ফ্যানরা একটু সমালোচনা করেছেন।

আর তাতেই সৃজু ভক্তরা রেগে গেছে। আসলে সৃজলা উর্ধাঙ্গে যে পোশাকটা পরেছেন সেটা পাতি একটি কালো রংয়ের ব্রা। আর নিচে পড়েছেন একটি ঝিকিমিকি স্কার্ট, বার্থডে সময় পেছনে আমরা যে ঝালর গুলো ইউজ করি সেই ঝালর দেওয়া একটা স্কার্ট পরেছেন। ছবিটা তোলা হয়েছে টপক্যাট সিসিইউ’র উপরে। তাই ব্যাকগ্রাউন্ড বিশাল ঝকমকে স্টুডিও সেটাও বলা যাবে না।তাই ওটাই ভক্তরা বলছেন যে এত দামি নায়িকা একটা ভালো পুরো পোশাক দিতে পারল না? অন্তর্বাস দিয়েই ফটোশুট করে দিল?

আর এতেই রেগে গেছেন সৃজলা ভক্তরা। পাল্টা তারা মিঠাইকে আনন্দলোক পুজো বার্ষিকীর ফটোশুট নিয়ে কিছু বলতে পারছে না কিন্তু সম্প্রতি মিঠাই যে সায়কের স্কুটির উপর বসে একটি ফটো দিয়েছে সেটা নিয়ে ট্রোল করছে। সেখানে একটি সাদা রংয়ের শর্টস পরে রয়েছে আর সেটাকে নিয়েই বলা হচ্ছে যে গ্রামের বৌদি শহরে এসে মডার্ন হয়ে গেছে।

Nira

                 

You cannot copy content of this page