জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

‘এরোপ্লেনে ঘটিগরম কে বিক্রি করে?’, শুরুর আগেই বৌমা একঘর’ সিরিয়ালের প্রোমো হাসির ঝড় তুলল নেটপাড়ায়!

জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক ‘অপরাজিতা অপু’তে সুস্মিতা দে অপু চরিত্রে অভিনয় করে দর্শকদের মন জয় করে নিয়েছিলেন।

এই সিরিয়ালটি তৈরি হয়েছিল মূলত শাশুড়ি ও বৌমার গল্পকে কেন্দ্র করে। দীপু ও অপুর জুটি অন্য ধারাবাহিক গুলির সাথে সমানে সমানে টক্কর দিচ্ছিল। ধারাবাহিকের জনপ্রিয়তা থাকলেও আস্তে আস্তে সেটা স্তিমিত হতে থাকে। ফলে টিআরপি তালিকায় নিজের স্থান ধরে রাখতে পারেনি ধারাবাহিকটি। শেষমেষ বন্ধ হয়ে যায়।

এবার এক নতুন চরিত্রে দেখা যাবে অপু অর্থাৎ সুস্মিতা দেকে। অপু বৌমার চরিত্রে অভিনয় করলেও গল্প একেবারেই আলাদা। ‘বৌমা একঘর’ নামে একটি স্টার জলসার ধারাবাহিকে ধরা দিতে চলেছেন তিনি। চ্যানেল এর পক্ষ থেকে সোশ্যাল মিডিয়ায় সিরিয়ালের একটি প্রোমো ভিডিও প্রকাশ করা হয়েছে।

এখানে শাশুড়ি জোর করে করে বৌমাকে চাকরি করার জন্য বাইরে পাঠাতে চাইছে। শাশুড়ি বৌমার মধ্যে ভাল সম্পর্ক থাকলেও টক্কর হবে জায়ে জায়ে। সেই লড়াই এর বিষয় হলো কার বৌমা চাকরি করবে। প্রথম প্রমো রীতিমতো সাড়া ফেলে দিয়েছে দর্শকদের মধ্যে।

তবে এই ভিডিওটি নিয়ে ইতিমধ্যেই কটাক্ষ শুরু হয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়। দেখা গিয়েছে এয়ার হোস্টেসের বেশে কাঁধে ঘটিগরম বিক্রি করছেন এরোপ্লেনের মধ্যে। শুধু তাই নয়, প্লেনের জানলা দিয়েই সবাইকে হাই হ্যালো করতে পারে অভিনেত্রী। এটা দেখেই হেসে লুটোপুটি দর্শক। সবাই প্রশ্ন তুলেছেন, প্লেনের মধ্যেও ঘটিগরম বিক্রি করা যায়?

Piya Chanda

                 

You cannot copy content of this page