জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

Subhashree Ganguly: বৌদি ক্যান্টিন, ইন্দুবালা ভাতের হোটেল! পরপর রাঁধুনিরই চরিত্রে শুভশ্রী গাঙ্গুলী, কেউ করছেন প্রশংসা, কেউ বা ‘রান্নাবান্নাই কর’, কটাক্ষ, যায় আসে না রাজ ঘরণীর

শুভশ্রী গাঙ্গুলী। যাঁর নামেই হয়ে যায় পরিচয়। টলিউড ইন্ডাস্ট্রিতে বেশ কয়েক বছর ধরে রাজত্ব করতেন তিনি। একটানা হিট সিনেমা উপহার দিয়ে গেছেন দর্শকদের। তবে বরাবরের কমার্শিয়াল ছবিতে অভিনয়, পেপি নাম্বারে নাচ থেকে এখন দূরে তিনি।

আর এই নতুন যাত্রা তিনি শুরু করেছেন তাঁর বিয়ের পর থেকে। শুভশ্রী বিয়ে করেছেন টলিউডের জনপ্রিয় পরিচালক রাজ চক্রবর্তীকে। আর এখন তিনি এক সন্তানের মা। ব্যক্তিগত জীবনের এই নতুন পরিবর্তনের সঙ্গে নায়িকা এবার পেশাগত জীবনেও পরিবতর্ন এনেছেন। কমার্শিয়াল ছবিতে আর দেখা যায় না তাঁকে। বেছে বেছে ছবি করছেন তিনি।

পরিণীতা, ধর্মযুদ্ধ, বিসমিল্লাহ পরপর দেখলেই স্পষ্ট যে রাজ নিজেও কমার্শিয়াল থেকে সরে এসে এক্সপেরিমেন্ট করছেন আর সেই সঙ্গে তাঁর স্ত্রীও ওই পথে হাঁটছেন। সম্প্রতি শুভশ্রীকে দেখা যাবে দুটি ভিন্ন ধারার সিনেমায় যার নাম বৌদি ক্যান্টিন আর ইন্দুবালা ভাতের হোটেল।

দুই ক্ষেত্রেই রান্না নিয়ে বিষয়। আর ট্রেলার সামনে এসে হয়েছে বৌদি ক্যান্টিনের। তাতে নায়িকা একবারে নিজের স্বপ্ন পূরণের দিকে দৌড়াবেন। তবে এক্ষেত্রে পার্থক্য হলো দুটোর চরিত্রের বয়স, পরিস্থিতি। একটায় তিনি স্বপ্ন পূরণ করবেন আর একটায় বাধ্য হয়ে হোটেল খুলবেন।

আর এই নিয়ে এবার শুরু হয়েছে কটাক্ষ। বহু মানুষ বলছে এই বয়সেই ঠাকুমা সাজতে হলো তাঁকে। এবার আর কী কী করতে হবে কে জানে। আর এদিকে নায়িকা জানিয়েছেন বাড়িতে তো শাশুড়ি রান্না করতে দেন না তাঁকে। আর এবার কাজের জন্যে হাত পুড়িয়ে রান্না করতে হচ্ছে। কষ্ট করতে হচ্ছে।

তবে এই নিয়ে আরেক দল মানুষ আবার বলছে একেবারেই কটাক্ষ নয়, বরং সম্মান আর প্রশংসা তাঁর প্রাপ্য। এখন তিনি নিজেকে ভাঙছেন এবং সফলভাবে ফুটিয়ে তুলছেন নানা রূপে। এমন সাহস আর কয়জনের আছে?

Nira

                 

You cannot copy content of this page