জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

উজ্জ্বল দীপ্তি, চোখে সাহসের আগুন— মা দুর্গার রূপে শ্বেতার প্রথম ঝলকেই মুগ্ধ সবাই! জি বাংলার মহালয়াতে মা দুর্গা হচ্ছেন শ্বেতা! ছবি দেখে উত্তেজিত দর্শকরা, শ্বেতার দুর্গা লুক ভাইরাল সমাজ মাধ্যমে!

বছর ঘুরতেই আবার বাঙালির ক্যালেন্ডারে সেই শ্রেষ্ঠ উৎসবের দিন গোনা শুরু। দুর্গাপুজোর আর হাতে গোনা কয়েক দিন বাকি, আর এই সময়টাতে বাঙালির মনে উঁকি দেয় একটি চেনা প্রশ্ন—”এবার মহালয়ার সকালে টিভির পর্দায় কে হবেন সেরা মা দুর্গা?” ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে, স্টার জলসার মা দুর্গা হচ্ছে কোয়েল মল্লিক। এর মধ্যেই সমাজ মাধ্যমে ছড়িয়ে পড়া এক লুকে অনেকেই ধরে নিয়েছেন, এবারের ‘জি বাংলা (Zee Bangla Mahalaya 2025) মহালয়া’য় মা দুর্গার ভূমিকায় দেখা যাবে অভিনেত্রী ‘শ্বেতা ভট্টাচার্য’কে (Sweta Bhattacharya)!

আর তারপর থেকেই শুরু হয়েছে জোর চর্চা। শ্বেতার মহালয়ার লুক প্রকাশ্যে আসতেই রীতিমতো ভাইরাল হয়ে যায় তা। গায়ে সোনার গয়না, মাথায় মুকুট আর অর্ধচন্দ্র, পরনে লাল শাড়ি, মঙ্গলচণ্ডীর মত গম্ভীর দৃষ্টি— এই লুক দেখেই অনেকেই ধরে নিয়েছেন তিনিই হবেন এবারের টেলিভিশনের সেরা দুর্গা। কেউ কেউ কমেন্টে লিখেছেন, “অসাধারণ লুক! এবারে মহালয়ায় একমাত্র তুমিই শ্রেষ্ঠ দুর্গা!” তবে এখানেই রয়েছে আসল চমক!

আসলে এই মহালয়া কোনও টেলিভিশন চ্যানেলে জন্য নয়, বরং তৈরি হচ্ছে ওটিটি প্ল্যাটফর্মের জন্য। ‘টেলি দুর্গা’ প্রোডাকশনের এই নতুন প্রজেক্টের নাম ‘জয় জয় হে মহিষাসুরমর্দ্দিনী’। ওটিটিতে এটি পরিচালনা করছেন ঋজু মিত্র ও অর্পণ সেন। এই মহালয়াতে শ্বেতা ভট্টাচার্য ছাড়াও রয়েছেন সুদীপ্তা রায়, যিনি কালী রূপে ধরা দেবেন। মহিষাসুরের চরিত্রে থাকবেন সায়নদীপ নন্দ। শ্বেতা অভিনয়ের একটি দৃশ্য সমাজ মাধ্যমে পোস্ট করে জানিয়েছে সকলকে।

প্রসঙ্গত, আগেও ওটিটি প্ল্যাটফর্মে মা দুর্গার চরিত্রে দেখা গিয়েছে অভিনেত্রী রাজনন্দিনী পালকে। এবার সেই তালিকায় যোগ হল শ্বেতার নাম। এটি হতে চলেছে ওটিটিতে মহালয়ার দ্বিতীয় বর্ষ। দর্শকদের উত্তেজনা এখন অনেকটাই চরমে, কারণ ছোটপর্দার নায়িকা এবার একেবারে ভিন্ন রূপে ধরা দিচ্ছেন। তাঁর অনুরাগীরা তাই অধীর আগ্রহে অপেক্ষা করছেন এই নতুন প্রজেক্টের মুক্তির আশায়।

যদিও শ্বেতার লুক দেখে যদিও অনেকেই জি বাংলার কথাই প্রথমে ভেবেছিলেন, তবে অভিনেত্রী নিজেই এটা পরিষ্কার করে দেন, এটি জি বাংলার মহালয়ার প্রজেক্ট নয়। পুজোর মরসুমে একের পর এক চ্যানেলে মহালয়া নিয়ে প্রস্তুতি চললেও এই বিশেষ অনুষ্ঠানটি ওটিটি-র মাধ্যমেই দর্শকদের কাছে আসতে চলেছে। এবার দেখার– শ্বেতার মহালয়া কি নিজের দাপটে পেছনে ফেলবে টেলিভিশনকেও?

Disclaimer: এই প্রতিবেদনে ব্যবহৃত মতামত, মন্তব্য বা বক্তব্যসমূহ সামাজিক মাধ্যমে বিভিন্ন ব্যবহারকারীর ব্যক্তিগত অভিব্যক্তি মাত্র। এটি আমাদের পোর্টালের মতামত বা অবস্থান নয়। কারও অনুভূতিতে আঘাত করা আমাদের উদ্দেশ্য নয়, এবং এতে প্রকাশিত মতামতের জন্য আমরা কোনো প্রকার দায়ভার গ্রহণ করি না।
Piya Chanda

                 

You cannot copy content of this page