জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

অভিনয়ের খরচ তুলতে বিক্রি করেছিলেন গয়না! কানের দুল বিক্রি করে শুরু, এবার লাগছে রাজনীতির রঙ! শাসকদলে যোগ দিতে পারেন অভিনেত্রী সুদীপ্তা! কী জানালেন টেলিপাড়ার জনপ্রিয় অভিনেত্রী?

টেলিপাড়ায় পরিচিত মুখ ‘সুদীপ্তা বন্দ্যোপাধ্যায়’ (Sudipta Banerjee) আজ আর শুধু পর্দার চরিত্রে সীমাবদ্ধ নন, বাস্তবেও নাকি নতুন দিশা খুঁজে নিচ্ছেন তিনি। এই মুহূর্তে যদিও সুদীপ্তা ব্যস্ত রয়েছেন জনপ্রিয় ধারাবাহিক ‘রাঙামতী তিরন্দাজ’-এর (Rangamoti Tirandaj) শুটিং নিয়ে। ধারাবাহিকটি একদিকে যেমন টিআরপি তালিকায় ভালো ফল করছে, অন্যদিকে তেমনই অভিনেত্রী নিজেও নিজের অভিনয় দিয়ে নজর কাড়ছেন দর্শকদের। দীর্ঘদিন ধরে টেলিভিশন জগতে কাজ করছেন সুদীপ্তা, এবং প্রতিটি চরিত্রেই নিজের আলাদা ছাপ ফেলেছেন। আজকের এই সাফল্যের পেছনে রয়েছে দীর্ঘ লড়াই।

কঠিন সময়ে একরাশ স্বপ্ন, যা অভিনেত্রী কোনও দিন ভুলতে পারবেন না। সুদীপ্তা নিজেই জানিয়েছেন, তাঁর জীবনের প্রথম দিকে পরিস্থিতি এতটাই কঠিন ছিল যে অভিনয়ের সুযোগ পাওয়ার আগেই তাঁকে নিজের গয়না বিক্রি করে দিতে হয়েছিল। টাকার অভাবে অনেকবার শুটিংয়ে পৌঁছনোই কঠিন হয়ে পড়ত। তিনি জনপ্রিয় রিয়্যালিটি শো ‘দিদি নম্বর ওয়ান’এ এসে সেই আবেগঘন মুহূর্তে শেয়ার করেন, কীভাবে দু’টো কানের দুল বিক্রি করে নিজের অভিনয়ের স্বপ্নটা বাঁচিয়ে রেখেছিলেন।

শুধু কর্ম জগতে নয়, ব্যক্তিগত জীবনেও তিনি বেশ স্ট্রাগলের মধ্য দিয়েই সফলতার মুখ দেখেছেন। তাঁর কথায় স্পষ্ট, পরিবারে কেউ অভিনয়ের সঙ্গে যুক্ত ছিলেন না, ফলে গাইড করার মতোও কেউ ছিলেন না। একেবারে নিজের চেষ্টা, ইচ্ছে আর অধ্যবসায়ের জোরেই জায়গা করে নিয়েছেন আজকের টলিউড ইন্ডাস্ট্রিতে। এই লড়াইয়ের দিনগুলো আজ তাঁকে গর্বিত করে তোলে, কারণ সেখান থেকেই শিখেছেন লড়াই করে বাঁচতে এবং স্বপ্নকে আঁকড়ে ধরতে।

রাজনীতির মঞ্চে এবার তাঁর উপস্থিতি নিয়ে জল্পনা তৈরি হয়েছে। স্বামী সৌম্য বক্সী আগে থেকেই তৃণমূল কংগ্রেসের (TMC) সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত, আর এবার সেই একই পথে পা বাড়াচ্ছেন অভিনেত্রী? এই প্রশ্নই ঘোরাফেরা করছে সমাজ মাধ্যম থেকে টলিউডের অন্দরমহলে। যদিও এখনও পর্যন্ত কোনও রাজনৈতিক পদ কিংবা নির্বাচনী প্রার্থী হওয়ার বিষয়ে সুদীপ্তার তরফে সরাসরি কিছু শোনা যায়নি। তবে রাজনৈতিক মহলের একাংশ মনে করছেন, ভবিষ্যতে তাঁর সক্রিয় রাজনীতিতে প্রবেশে অবাক হওয়ার কিছু নেই।

বর্তমানে তিনি যেমন একজন সফল অভিনেত্রী, তেমনি এক স্নেহশীলা মা ও একজন দায়িত্বশীল জীবনসঙ্গীও। সব মিলিয়ে বলা চলে, সুদীপ্তা বন্দ্যোপাধ্যায়ের জীবন এক সংগ্রামী শিল্পীর প্রতিচ্ছবি। অভিনয়ের পাশাপাশি এখন তিনি যেভাবে সামাজিক ও রাজনৈতিক সচেতনতায় নিজেকে জড়িয়ে ফেলছেন, তা ভবিষ্যতের জন্য নতুন সম্ভাবনার দরজা খুলে দিচ্ছে। তাঁর আগামী যাত্রাপথ পর্দার আলো পেরিয়ে রাজনীতির মঞ্চে কতটা বিস্তার লাভ করে, সেটাই এখন দেখার।

Disclaimer: এই প্রতিবেদনে ব্যবহৃত মতামত, মন্তব্য বা বক্তব্যসমূহ সামাজিক মাধ্যমে বিভিন্ন ব্যবহারকারীর ব্যক্তিগত অভিব্যক্তি মাত্র। এটি আমাদের পোর্টালের মতামত বা অবস্থান নয়। কারও অনুভূতিতে আঘাত করা আমাদের উদ্দেশ্য নয়, এবং এতে প্রকাশিত মতামতের জন্য আমরা কোনো প্রকার দায়ভার গ্রহণ করি না।

Piya Chanda

                 

You cannot copy content of this page