জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

ধারাবাহিক ফিরলেও ‘পুবের ময়না’-তে বড় পরিবর্তন! এবার ধারাবাহিকে নায়িকা পরিবর্তন

২০২৪-এর শুরুতেই বাংলা টেলিভিশনের (Television) ইতিহাসে এক অনন্য ঘটনা ঘটল। শেষ হয়ে যাওয়ার পর, হঠাৎ করেই শুটিংয়ের প্রাঙ্গণ খুলে দিল ‘পুবের ময়না'(pubermoyna) -এর সেট। এর আগে সিরিয়ালটি শেষ হওয়ার পর গৌরব-ঐশানীরা নিজেদের বিদায় জানিয়ে মন খারাপ করেছিলেন, কিন্তু কেন বদলে গেল সব কিছু?

পুবের ময়নার নতুন বছর, নতুন আশায় শ্যুটিংয়ে ফিরল সবার প্রিয় গৌরব এবং ঐশানী। এমন এক সময়ে যখন দর্শকরা নিশ্চিত ছিল সিরিয়ালটি বন্ধ হয়ে গেছে, তখন আবার কীভাবে এই সিদ্ধান্ত বদল? বাংলা সিরিয়াল ইতিহাসে এরকম ঘটনা কখনো ঘটেছে কিনা, তা ভাবতেই অবাক লাগে! কিছুদিন আগেই অভিনেতা নিজেই সংবাদমাধ্যমের মাধ্যমে দর্শকদের কাছে এই খবরটি পৌঁছে দেন।

‘পুবের ময়না’ সিরিয়ালের অন্যতম প্রধান মুখ গৌরব এই সিদ্ধান্ত পরিবর্তন নিয়ে নিজের মতামত জানাতে গিয়ে হাসিমুখে বলেন, “দর্শকদের ভালোবাসার কারণেই ফিরে আসা। শুরুতে তো আমি নতুন প্রোজেক্টের প্রস্তুতি নিচ্ছিলাম, কিন্তু পরে শুনলাম যে, ‘পুবের ময়না’ আবার শুরু হচ্ছে। ওটিটি-তে সিরিয়ালটি দারুণ সাড়া ফেলেছে, তাই চ্যানেলও দর্শকদের মতামতকে গুরুত্ব দিয়েছে।” গৌরব আরও বলেন, “আমি সোশ্যাল মিডিয়াতে তেমন একটিভ না হলেও, দর্শকদের কাছ থেকে সবসময় ভালোবাসা পেয়েছি, সেটা আসলেই অনেক প্রেরণা দেয়।”

Tollywood, bengali serial, বিনোদন, entertainment, Gourab Roy Chowdhury, Aishani De

তবে শুধু গৌরবের ফিরে আসা নয়, সিরিয়ালের অন্দরেও ঘটছে কিছু বড় পরিবর্তন। একাধিক সূত্রে খবর, কিছু গুরুত্বপূর্ণ চরিত্রের পরিবর্তন হতে যাচ্ছে, এবং এই পরিবর্তনগুলো দর্শকদের জন্য একেবারে নতুন অভিজ্ঞতা তৈরি করতে চলেছে। সবচেয়ে বড় চমক, অভিনেত্রী কন্যাকুমারীকে আর সিরিয়ালে দেখা যাবে না। সিরিয়ালের রোদ্দুরের কাকিমা চরিত্রে অভিনয় করা এই অভিনেত্রী কোথায়, কেন গায়েব হলেন, সে সম্পর্কে কোনো নির্দিষ্ট তথ্য এখনও প্রকাশ্যে আসেনি। তবে, সিরিয়াল কর্তৃপক্ষের তরফ থেকে কিছু জানানো হয়নি।

এই নতুন পরিস্থিতি তৈরি হওয়ায় দর্শকরা উত্তেজিত। সিরিয়ালটির প্রতি তাদের ভালোবাসা অটুট থাকলেও, নতুন পরিবর্তনগুলি কেমন হবে তা জানার জন্য তারা অপেক্ষা করছেন। গৌরব এবং অন্যান্য শিল্পীরা ফিরে আসার পর, ‘পুবের ময়না’ কি আগের মতোই দর্শকদের মন জয় করতে পারবে, তা সময়ই বলবে।

Ruhi Roy

রুহি রায়, গণ মাধ্যম নিয়ে যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পাশ। সাংবাদিকতার প্রতি টানে এই পেশায় আসা। বিনোদন ক্ষেত্রে লেখায় বিশেষ আগ্রহী। আমার লেখা আরও পড়তে এখানে ক্লিক করুন।